E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গ্রেপ্তার

২০২৫ এপ্রিল ১৯ ১৭:৫০:৪৫
বরিশালে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : চোর আটক করার জেরধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধরের মামলায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মামুন নগরীর ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও নগরীর ভাটারখাল এলাকার বাসিন্দা ধলু মিয়ার ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে শুক্রবার দিবাগত রাতে কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, নগরীর ডিসিঘাট এলাকা থেকে মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারে জানা গেছে, গত ২৯ মার্চ জেলা মটর সাইকেল পাটর্স মালিক সমিতির সভাপতি আব্দুর রহিমের চাঁনমারির বাসায় চুরির ঘটনা ঘটে। এরপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরিতে জড়িত সালাম হাওলাদারকে আটক করার পর মালামাল ফেরত দেয়ার আশ্বাসে মুক্তি পান সালাম। পরবর্তীতে মামুনসহ চোরচক্রের পক্ষালম্বন করে ১০/১৫ জনে আব্দুর রহিমের ব্যবসা প্রতিষ্ঠান হাওয়া মটরসে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ওই সময় হামলাকারীরা ব্যবসায়ী আব্দুর রহিমসহ তার কর্মচারীদের মারধর করা হয়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন ভূক্তভোগী ব্যবসায়ী আব্দুর রহিম। মামলায় মামুনসহ চারজনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫ জনকে আসামি করা হয়। সেই মামলায় স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড আহবায়ক মামুনকে গ্রেপ্তার করা হয়।

(টিবি/এসপি/এপ্রিল ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test