E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটক লাল কাপড়ে ঢেকে দিল শিক্ষার্থীরা

২০২৫ এপ্রিল ১৯ ১৬:১০:২৩
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটক লাল কাপড়ে ঢেকে দিল শিক্ষার্থীরা

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড়ে ঢেকে দিয়েছেন প্রতিষ্ঠানটির আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা জানান, 'দেশের কারিগরি শিক্ষাকে ধ্বংসের যে ষড়যন্ত্র করা হচ্ছে সেটির বিরুদ্ধে আমাদের এই আন্দোলন।'

শনিবার বেলা ১২টা থেকে ‌সাড়ে ১২টার কিছু বেশি সময় ব্যাপী চলা এ কর্মসূচিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উল্লেখ করি ‌ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ‌মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। কর্মসূচি পালনের পর প্রতিষ্ঠানটির মূল ফটকে লাল কাপড় দিয়ে ঢেকে দেন শিক্ষার্থীরা।

মানববন্ধন পরবর্তী বিক্ষোভে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ করাসহ কারিগরি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না হওয়া আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন ফরিদপুর সরকারি ‌পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির মেকানিক্যাল সপ্তম পর্বের ছাত্র বুলবুল আহমেদের নেতৃত্বে এসব কর্মসূচি পালিত হয়।

এ সময় অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম পর্বের ছাত্র মো. সজল, কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের ছাত্র দাউদ শেখ, মেকানিক্যাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোহাম্মদ তরিকুল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম পর্বের ছাত্র মো. আশিক, শফিকুল ইসলাম, মেকানিক্যাল তৃতীয় পর্ব শাকিব সহ পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ ছাত্র ছাত্রীবৃন্দ।

এ সময় শিক্ষার্থীরা বলেন "আমরা বাংলাদেশের মানুষের ক্ষতি করে কোন কর্মসূচি করতে চাই না। কারিগরি শিক্ষাকে ধ্বংস করতে যে ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। অবিলম্বে আমাদের দাবিগুলো পূরণ না করা হলে আমরা আরো কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ডাক দিবো।'

তারা বলেন, 'আমরা শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি।' তবে দাবিগুলো সরকার না মেনে নিলে আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এছাড়া, অবিলম্বে সরকারকে তাঁদের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে তাদেরকে ক্লাসে ফেরত ‌পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ব্যানারে সংগঠিত ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

(আরআর/এএস/এপ্রিল ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test