E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে হজযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ

২০২৫ এপ্রিল ১৯ ১৫:৫৯:০১
জামালপুরে হজযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে হাজী ফাউন্ডেশন। হজে গিয়ে যেসব নিয়মকানুন মেনে চলতে হবে তা এক কর্মশালার মাধ্যমে প্রায় পাঁচ'শ হজ যাত্রীদের সেসব বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা হাজী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ মো. আব্দুর রেজ্জাক।

হাজী ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ শামসুজ্জামান বিপুল ও যুগ্ম হজ বিষয়ক সম্পাদক আলহাজ মো. মুফতী ফরিদ উদ্দিনের সঞ্চালনায় হজ প্রশিক্ষণ কর্মশালায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ ও জেলা হাজী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ একেএম শফিকুল ইসলাম জুলহাস প্রমুখ।

দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের দ্বায়িত্ব পালন করেন শাইখুল হাদিস আলহাজ মাওলানা আমানউল্লাহ কাসেমী, আলহাজ মাওলানা মো. আখতারুজ্জামান সিদ্দিকী, আলহাজ মাওলানা আবুল কাশেম, আলহাজ মুফতী মনিরুল ইসলাম, আলহাজ মুফতী মো. আব্দুল্লাহ।

জেলার প্রায় ৫ শত জন পুরুষ ও মহিলা হজযাত্রী দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজযাত্রীদের নিয়ে হাজী ফাউন্ডেশনের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে বলে জানিয়েছেন হাজী ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

এ সময় বক্তারা বলেন, আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় হজের নিয়মকানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি আলোকপাত করা হবে। এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমেই হজযাত্রীরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ পালনে সক্ষম হবেন ইনশাআল্লাহ্।

(আরআর/এএস/এপ্রিল ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test