E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পার্বতীপুরে বীমা পলিসির টাকা ও মৃত্যুদাবির চেক দিলো সন্ধানী লাইফ ইনসুরেন্স

২০২৫ এপ্রিল ১৮ ২৩:৫৮:৩২
পার্বতীপুরে বীমা পলিসির টাকা ও মৃত্যুদাবির চেক দিলো সন্ধানী লাইফ ইনসুরেন্স

সোহেল সানী, পার্বতীপুর : দিনাজপুরের পার্বতীপুরে ১০ বিমা পলিসির মেয়াদ পূর্তির অর্থ পরিশোধ এবং ১জন বিমা গ্রাহকের মৃত্যুদাবির চেক প্রদান করেছে সন্ধানী লাইফ ইনসুরেন্স কোম্পানী লিমিটেড।

এ উপলক্ষ্যে শুক্রবার দুপুরে সন্ধানী লাইফ ইনসুরেন্স কোম্পানী লিঃ এর পার্বতীপুর শাখা কার্যালয়ে ঈদ পুনর্মিলনী, ব্যবসা পরিকল্পনা সভা ও চেক বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান কোম্পানীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল কামাল।

দিনাজপুরের জেনারেল ম্যানেজার (জিএম) ফিরোজ সরদার সাজু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি পার্বতীপুর সরকারী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ ফয়েজুর রহমান, বিশেষ অতিথি ডিজিএম মোঃ লতিফুল খবির ও ইনচার্জ মোঃ হারুন অর রশিদ।

অনুষ্ঠানে ১০ বীমা পলিসি গ্রাহকের মেয়াদপূর্তির অর্থ পরিশোধ এবং একজন বিমা গ্রাহকে ১লাখ ৩৪ হাজার ৫৬২ মৃত্যুদাবীর চেক প্রদান করা হয়।

এ ব্যাপারে রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান কোম্পানীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল কামাল বলেন, বীমায় সঞ্চয় করা হয় অনাকাঙ্ক্ষিত ঝুঁকি তাই পরিবারের নিরাপদ আর্থিক ভবিষ্যৎ নিশ্চিতে সন্ধানী লাইফ ইনসুরেন্স কোম্পানী লিমিটেড। আমরা বিমা দাবি নিষ্পত্তির জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

(এসএস/এএস/এপ্রিল ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test