E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪

২০২৫ এপ্রিল ১৮ ১২:২৭:৩৭
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তাকিমা আক্তার (৩৫), রজব আলীর ছেলে হাফিজুর রহমান (২৬), জহর আলীর মেয়ে আয়েশা বেগম (৩০) ও পিকআপের হেলপার মুন্সীগঞ্জের সিরাজদী এলাকার রহিম মিয়া।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, ঢাকামুখী ট্রাক ও সিলেটমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।

পিকআপে বাড়ির জিনিসপত্রসহ ১৭ যাত্রী ছিলেন। তারা মুন্সীগঞ্জে থাকতেন। সেখান থেকে ঘরের জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

(ওএস/এএস/এপ্রিল ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test