E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্যামনগরে দাখিল পরীক্ষায় কেন্দ্র সচিবসহ ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার

২০২৫ এপ্রিল ১৭ ১৯:২১:০৭
শ্যামনগরে দাখিল পরীক্ষায় কেন্দ্র সচিবসহ ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে দাখিল পরীক্ষার তৃতীয় দিনে কেন্দ্র সচিবসহ ১১ জন শিক্ষার্থী ও ১২ শিক্ষককে বহিস্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার পৌর সদরের কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষার এ ঘটনা ঘটেছে।

পরীক্ষায় ঐ-কেন্দ্রে অসাদুপায় অবলম্বনের অভিযোগে বহিস্কৃত ১১ শিক্ষার্থীর মধ্যে নয় জন ছেলে ও দুই নারী শিক্ষার্থী রয়েছে। এসময় পরীক্ষা কক্ষে দায়িত্বে অবহেলা ও গাফিলতির অভিযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়। এছাড়া নকলমুক্ত পরিবেশ নিশ্চিত না করাসহ অসাদুপায় অবলম্বনে ছাত্র-ছাত্রীদের সুযোগ দেয়ায় কেন্দ্র সচিব মাওলাানা ওজায়েরুল ইসলামসহ এক ভেন্যু সচিবকে দায়িত্ব থেকে বহিস্কার করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, পরীক্ষা কক্ষে ছাত্র-ছাত্রীদের কয়েকজন বিশেষ কৌশল অবলম্বন করে মোবাইল ব্লুটুথ হেডফোন ব্যবহার করে।এছাড়া বহিস্কৃতদের কয়েকজন নকলের চেষ্টাও করায় কক্ষে দায়িত্ব পালনরত শিক্ষকদের দায়িত্বে স্পষ্ট গাফিলতির হাতেনাতে প্রমান মেলায় সংশ্লিষ্টদের বহিস্কার করা হয়েছে বলে জানান। এসব শিক্ষার্থীদের মত শিক্ষকরা এবছর আর দায়িত্ব পালন করতে পারবে না।

এদিকে কেন্দ্র সুত্রে জানা যায়, উক্ত কেন্দ্রে গনিত পরীক্ষায় পাঁচশ ৬৩ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিলেও ৪৩ জন অনুপস্থিত ছিল পরীক্ষা কেন্দ্রে।

(আরকে/এসপি/এপ্রিল ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test