E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আদালতে আফজালের হত্যার দায় স্বীকার 

তারা মিয়া ফকির হত্যার ঘটনায় তিনজন গ্রেফতার 

২০২৫ এপ্রিল ১৭ ১৯:১৭:৪৮
তারা মিয়া ফকির হত্যার ঘটনায় তিনজন গ্রেফতার 

কেন্দুয়া প্রতিনিধি : কেন্দুয়া উপজেলার গড়ডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের তারা মিয়া ফকির হত্যা ঘটনায় পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশ একই ইউনিয়নের কাটাহুশিয়া গ্রামের নয়ন মিয়ার ছেলে আফজাল হোসেনকে গ্রেফতার করে। গ্রেফাতারকৃত আফজাল হোসেনকে পুলিশ প্রহরায় আজ বৃহস্পতিবার সকালে নেত্রকোণা আদালতে পাঠালে আফজাল আদালতে হত্যার দায় স্বীকার করেন।

তিনি আদালতকে জানান, নেশার টাকার চেয়ে না পেয়ে তারা মিয়া ফকিরকে হত্যা করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফজালের কথা মতো ওয়াই গ্রামের জুলহাস মিয়ার ছেলে সজলকেও গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠায় পুলিশ।

এর আগে গত ১১ই এপ্রিল কাটাহুশিয়া গ্রামের আজিজুল হকের ছেলে শামীমকে গ্রেফতার করে। মামলার তদন্ত কর্মকর্তা কেন্দুয়া থানা পুলিশের উপ-পরির্দশক (এস.আই) রেজাউল করিম জানান, শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত শামীমের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে। গত ২১ মার্চ রাতে গড়াডোবা ইউনিয়নের বাশাটি বাজার থেকে বাড়ি ফেরার পথে রাত অনুমান ১০ টার দিকে দুর্বৃত্তরা কাচামাল ব্যবসায়ী তারা মিয়া ফকিরকে হত্যা করে বাড়ির পাশেই একটি ব্রীজের নিচে ফেলে রাখে। এ ঘটনায় পুলিশ তারা মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরদিন ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থান তার বাবার কবরের পাশেই তারা মিয়া ফকিরকে চির নিদ্রায় শায়িত করা হয়। এ ঘটনায় তারা মিয়ার ছেলে বাশারুল বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বৃহস্পতিবার সকালে মাসিক আইন শৃংখলা কমিটির সভায় তারা মিয়া ফকির হত্যার বিষয়টি তুলে ধরে বলেন এঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান, কাটাহুশিয়া গ্রামের নয়ন মিয়ার ছেলে আফজাল আদালতে হত্যার দায় স্বীকার করেছেন।

(এসবি/এসপি/এপ্রিল ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test