E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে বড় ভাইয়ের হাতুরির আঘাতে ছোট ভাই খুন

২০২৫ এপ্রিল ১৭ ১৭:৩৫:৩৫
ঈশ্বরদীতে বড় ভাইয়ের হাতুরির আঘাতে ছোট ভাই খুন

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বড় ভাইয়ের হাতুরির আঘাতে ছোট ভাইয়ের প্রাণহানি ঘটেছে। মর্মান্তিক এই ঘটনা আজ বৃহস্পতিবার সকালের দিকে ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের লক্ষিকুন্ডা গ্রামে ঘটেছে।

নিহত ছোট ভাই দিপু সরদার (৩০) ওই গ্রামের রিকাত সরদারের ছেলে। পারিবারিক কলহের জের ধরে আপন বড় ভাই মনিরুল সরদার (৩৮) এর আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন।

গ্রামবাসী সুত্রে জানা গেছে, রিকাত সরদারের বড় ছেলে মনিরুল সরদার ও ছোট ছেলে দিপু সরদার (৩০) এর মধ্যে বাড়ি ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিলো। প্রায়শ:ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ, হাতাহাতি হতো। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতন্ডা, হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির এক পর্যায়ে দিপু বড় ভাই মনিরুলকে কাঠের বাটাম দিয়ে আঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে বড় ভাই মনিরুল লোহার হাতুরি দিয়ে ছোট ভাই দিপুর মাখায় আঘাত করে। এসময় এসে মনিরুলের দুই হাত কেটে যায়।

গুরুতর আহত অবস্থায় দুজনকেই পরিবারের লোকজন এ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাঘার সন্নিকটে ছোট ভাই দিপু মৃত্যু হয়। এসময় আহত বড়ভাই মনিরুলকে সিএনজিতে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত দিপুর মরদেহ এ্যাম্বুলেন্সে লক্ষিকুন্ডা নিজ বাড়িতে আনা হয়।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদকে জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে অফিসার ও ফোর্স পাঠিয়েছি এবং যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনায় মর্গে পাঠানোর কার্যক্রম চলছে।

(এসকেকে/এসপি/এপ্রিল ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test