E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে মাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার

২০২৫ এপ্রিল ১৭ ১৭:৩১:১২
জামালপুরে মাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার

রাজন্য রুহানি, জামালপুর : বাড়ির উঠোনে থাকা গাছ বিক্রি নিয়ে চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে মাকে হত্যা করার ঘটনায় ছেলে মো. মঞ্জুকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার ভোরের ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার নাওভাঙ্গা চর দক্ষিণ পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

হত্যার ঘটনায় নিহতের ছোট ছেলে মো. জীবন বাদী হয়ে বুধবার (১৬ এপ্রিল) সদর থানায় একটি হত্যা মামলা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই জামালপুর সদর থানা পুলিশ তদন্তে নামে এবং প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ওই হত্যাকারী ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনের নির্দেশনায় থানা পুলিশের সমন্বিত একটি চৌকস দল নিয়ে এই গ্রেফতার অভিযান চালান এসআই মো. সাদেকুজ্জামান ভূইয়া। এ অভিযানের তত্ত্বাবধান করেন সদর থানার ওসি আবু ফয়সাল মোঃ আতিক।

পুলিশ সুপার জানান, 'হত্যার ঘটনার পরপরই আমরা প্রয়োজনীয় তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম শুরু করি এবং মাত্র ৪৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই — যা জামালপুর জেলা পুলিশের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার একটি জীবন্ত প্রমাণ।'

তিনি আরও জানান, 'আমাদের এই সাফল্যের পেছনে ছিল সদর থানা পুলিশের পেশাদারিত্ব, প্রযুক্তিনির্ভর গোয়েন্দা কাজ এবং জনগণের সহযোগিতা। আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে জামালপুর জেলা পুলিশ সদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। আমি বিশ্বাস করি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার।’

উল্লেখ্য, মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর পৌর এলাকার হাটচন্দ্রা রেলঘুন্টি এলাকায় বাড়ির উঠোনে থাকা গাছ বিক্রি নিয়ে মাকে চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করেন ছেলে বড় ছেলে মঞ্জু। এছাড়া গাছ কাটতে আসা কাঠুরেকেও চাকু দিয়ে পেটে আঘাত করে আহত করেন।

(আরআর/এসপি/এপ্রিল ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test