E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘উন্নয়নের মূলধারার ক্ষেত্রে প্রতিবন্ধীদের দক্ষতাকে সবার আগে বিবেচনা করতে হবে’

২০২৫ এপ্রিল ১৭ ০০:৪২:৪৯
‘উন্নয়নের মূলধারার ক্ষেত্রে প্রতিবন্ধীদের দক্ষতাকে সবার আগে বিবেচনা করতে হবে’

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেছেন, উন্নয়নের মূলধারার ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির দক্ষতাকে সবার আগে বিবেচনা করতে হবে।  সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের অধিকার দিতে পারলে, সামাজিক অধিকার মূলধারায় এগিয়ে যেতে পারে। শুধুমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠানের সেবা দিয়ে দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। তাই মূল ধারার সরকারি বেসরকারি উন্নয়ন কার্যক্রমে তাদের অন্তর্ভূক্তি নিশ্চিত করতে হবে।

এজন্য প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নের উপর জোর দিতে হবে। তিনি, প্রতিবন্ধী আইন যথাযথ ব্যবস্থা নিয়ে উন্নয়নের মূলধারায় ফরিদপুরে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

ব্র্যাক ও বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ অ্যাডভোক্যাসি নেক্সাস (বি-স্ক্যান) এর আয়োজনে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শহরের ব্র্যাক লার্নিং সেন্টারের কনফারেন্স রুমে 'প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারার উন্নয়নে' সম্পৃক্ত করার লক্ষ্যে দিনব্যাপী শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ সব কথা বলেন।

ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ আসাদুল্লাহ এর সভাপতিত্বে, মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহমুদুল হাসান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.এস.এম আলী আহসান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ, এস, এম মঈনূল আহসান।

এসময় আরোও বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুদা হোসেইন, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, ব্লাস্টের প্রতিনিধি শিপ্রা গোস্বামী প্রমুখ।
এ-সময় সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ, বেসরকারী উন্নয়ন সংস্থা ও প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠনের প্রায় অর্ধ-শতাধিক প্রতিনিধি অংশ নেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের ডিসএ্যবিলিটি ইউনিটের লীড জাহিদুল কবীর এবং মূল প্রবন্ধের উপর আলোচনা করেন বি-স্ক্যানের পরিচালক ইফতেখার মাহমুদ।

মতবিনিময় সভায় অংশ নেওয়া প্রতিবন্ধী ব্যক্তিরা, তাঁদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবাসহ সামগ্রিক উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণে বাধাসমূহ, নানা প্রস্তাবনা ও তাদের মতামত তুলে ধরেন।

(ডিসি/এএস/এপ্রিল ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test