E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইজিবাইক-ভ্যানের সংঘর্ষে চটপটি ব্যবসায়ী নিহত

২০২৫ এপ্রিল ১৬ ২০:০৮:১০
ইজিবাইক-ভ্যানের সংঘর্ষে চটপটি ব্যবসায়ী নিহত

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রশান্ত বল্লভ (২৫) নামে এক চটপটি ব্যবসায়ী নিহত হয়েছে।

আজ বুধবার দুপুরে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কলাবাড়ী-রামনগর সড়কের কালিগঞ্জ বাজারের ওঝা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রশান্ত বল্লভ কলাবাড়ি গ্রামের জগদীশ বল্লভের ছেলে। তিনি কালিগঞ্জ বাজারের চটপটির ব্যবসা করতেন।

কোটালীপাড়া থানার ওসি মো: আবুল কালাম আজাদ ওই যুবকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, কালিগঞ্জ বাজার থেকে ভ্যানে করে প্রশান্ত বল্লভ কলাবাড়ি গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এ সময় অপরদিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে তাদের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রশান্তকে বহনকারী ভ্যানটি উল্টে যায়।

এ সময় প্রশান্ত বল্লভ ও ভ্যান চালক গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রশান্তকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, ময়না তদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(টিবি/এসপি/এপ্রিল ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test