E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নববর্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের হাডুডু খেলা

২০২৫ এপ্রিল ১৬ ১৯:৪৩:১৯
নববর্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের হাডুডু খেলা

মোহাম্মদ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বাগবাড়ি চৌবাড়িয়া যুব সমাজের উদ্যোগে তোরাপগঞ্জ স্কুলমাঠে এ খেলা আয়োজন হয়।

এসময় হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে খেলার মাঠ। দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নানা বয়সী মানুষ এ খেলা উপভোগ করেছেন।

আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী হাডুডু খেলা প্রায় বিলুপ্তির পথে। তাই নববর্ষ উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে এই ব্যতিক্রমী খেলার আয়োজন করা হয়। বড়দের পাশাপাশি শিশু-কিশোরেরাও খেলা উপভোগ করেছে।

এদিকে প্রতিযোগীরা দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় কিছুই দেখতে না পেলেও শব্দের সাহায্যে প্রতিপক্ষকে পরাজয় করতে প্রাণপণ চেষ্টা করেন। খেলায় দুই দলে সাতজন করে অংশ নেন।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ। সভাপতিত্ব করেন কাতুলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ মিয়া।

কয়েকজন দর্শনার্থী বলেন, দীর্ঘদিন পরে দৃষ্টিপ্রতিবন্ধীদের হাডুডু খেলা দেখতে পেয়ে আমাদের ভালো লেগেছে। আমরা চাই এমন খেলার আয়োজন আগামীতেও হোক।

মোশাররফ হোসেন নামের এক দর্শনার্থী বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের হাডুডু সাধারণত দেখা যায় না। খেলা দেখে অনেক ভালো লাগছে। আমরা চাই প্রতিবছরই এমন আয়োজন করা হোক।

শিক্ষার্থী সাবা রহমান বলেন, মা-বাবার সঙ্গে খেলা দেখতে এসেছি। খুব উপভোগ করেছি।

আয়োজক কমিটি জানায়, পুরাতন ঐতিহ্য ধরে রাখার জন্য এমন আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে।

(এস/এসপি/এপ্রিল ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test