E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব 

২০২৫ এপ্রিল ১৬ ১৮:৫৩:৫৮
গোপালগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুকসুদপুরে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শরিফুল ইসলাম সজলকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-৬।

মঙ্গলবার রাতে (১৫ এপ্রিল) খুলনার বটিয়াঘাটা থানার তেতুলতলা গ্রামের একটি বাড়ি থেকে ওই ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার সকালে র‌্যাব-৬ থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শরিফুল ইসলাম সজল ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার পিরোজপুর গ্রামের হাতেম আলী মন্ডলের ছেলে।

র‌্যাব-৬ প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১২ জনের এক একদল ডাকাত মুকসুদপুরে রইস উদ্দিনের ভাড়া বাসার গ্রীল কেটে বেলকনি দিয়ে দ্বিতীয় তলায় উঠে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারীতে থাকা নগদ টাকা, সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার সহ ঘরে থাকা অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। পরে রইস উদ্দিন বাদি হয়ে মুকসুদপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ দল খুলনা জেলার বটিয়াঘাটা থানার তেতুলতলা গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শরিফুল ইসলাম সজলকে গ্রেফতার করে।

র‌্যাব-৬ প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানায়, ডাকাতির ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

(টিবি/এসপি/এপ্রিল ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test