E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দুইজনের প্রাণহানি

২০২৫ এপ্রিল ১৬ ১৭:১৮:৩৫
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দুইজনের প্রাণহানি

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলার পাকশী রেলওয়ে এমএস কলোনীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পাকশী ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার ফজল মাতব্বরের ছেলে আয়নুল হক (৪০) ও পাকশী রেলওয়ে এমএস কলোনীর ৯নং ভবনের আব্দুস সামাদ দুলাল মিয়ার স্ত্রী ফাতেমা খাতুন (৬৫)।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শাকিউল আজম এ ঘটনা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা আজিম উদ্দিন জানান, অটোরিকশা চালক আয়নুল ইসলাম তার অটোরিকশা চার্জ দেওয়ার জন্য এম এস কলোনীতে ফাতেমা খাতুনের গ্যারেজে নিয়ে যান। সেখানে অটোরিকশা চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত দুইজনই বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শাকিউল আজম জানান, আমরা ঘটনাস্থলেই রয়েছি। পরবর্তী করণীয় নির্ধারণের জন্য আলোচনা চলছে।

(এসকেকে/এসপি/এপ্রিল ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test