E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আদালতে পুলিশ সদস্যকে মারপিট, ঈশ্বরদীর ৬ জন আটক

২০২৫ এপ্রিল ১৬ ১৭:১৫:০৯
আদালতে পুলিশ সদস্যকে মারপিট, ঈশ্বরদীর ৬ জন আটক

পাবনা প্রতিনিধি : আদালতে শুনানি চলাকালে এজলাসে দাঁড়িয়ে ছবি তোলায় বাধা দেওয়ায় এক পুলিশ সদস্যকে মারধর করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। তারা বিএনপি নেতাকর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটকরা হলেন- ঈশ্বরদী উপজেলা সদরের ফতে মোহাম্মদপুর নিউ কলোনি এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে আওয়াল কবির (৩৮), হাবিবুর রহমানের ছেলে সরোয়ার জাহান শিশির (৩৩), দাশুড়িয়া গ্রামের মৃত আমজাদ খানের ছেলে কালাম খান (৪০), এম এস কলোনি এলাকার ইউসুফ আলীর ছেলে রুবেল হোসেন (৩৩), লোকসেড গাউছিয়া মসজিদ এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেন (৩৫) এবং ভাঁড়ইমারী বাঁশেরবাদা গ্রামের মৃত আব্দুল গাফফার সরদারের জহুরুল ইসলাম (৩৫)।

এদের মধ্যে আওয়াল কবির ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। বাকিদের দলীয় পদবি না জানা গেলেও তারা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২০২৩ সালে আওয়ামী লীগের শাসনামলের একটি নাশকতা মামলায় আদালতে হাজিরা দিতে তারা এসেছিলেন। শুনানি চলা অবস্থায় এজলাসে দাঁড়িয়ে ছবি তুলতে শুরু করেন তারা। এসময় দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যকে তারা মারধর করেন। আদালতের আইনজীবী ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে শুনানি শেষে মারধরে অভিযুক্তদের আটক করা হয়।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার বলেন, এজলাসে ছবি তোলা ও এ নিয়ে পুলিশের গায়ে হাত তোলা বড় ধরনের অপরাধ। বিএনপির কেউ হয়ে থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আদালতের দায়িত্বরত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) রাশেদুল ইসলাম বলেন, এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।

(এসকেকে/এসপি/এপ্রিল ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test