E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তিনটি ড্রামে বিষ দিয়ে মারা হয়েছে দেড় লাখ টাকার পাঙ্গাস মাছ

২০২৫ এপ্রিল ১৫ ১৯:৩১:৫৫
তিনটি ড্রামে বিষ দিয়ে মারা হয়েছে দেড় লাখ টাকার পাঙ্গাস মাছ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় বিষ দিয়ে এক ব্যবসায়ীর দেড় লাখ টাকার পাঙ্গাস মাছ মেরে ফেলা হয়েছে। উপজেলার রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রে তিনটি ড্রামে মাছগুলো জিইয়ে রাখা ছিল। সোমবার রাতের কোনো এক সময় ড্রাম তিনটিতে বিষ প্রয়োগ করে র্দুবৃত্তরা। মঙ্গলবার সকালে মাছগুলো বিক্রি করার জন্য ড্রামে মাছ মরা অবস্থায় দেখে হতবাক হন মৎস্য আড়ৎদার মো. কবির হাওলাদার এঘটনায় শরণখোলা থানা ও উপজেলা মৎস্য অফিসে অভিযোগ করেছেন তিনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. কবির আড়ৎদার জানান, মোংলার ঘের থেকে তিনি দেড় লাখ টাকায় ২০ মণ জ্যান্ত পাঙ্গাস মাছ কিনে তিনটি ড্রামে জিইয়ে রাখেন। একই স্থানে পাশাপাশি আরো পাঁচটি ড্রামে জ্যান্ত পাঙ্গাস ছিল অন্য দুই আড়ৎদারের। এর মধ্যে শুধু আমার তিন ড্রামে বিষ দিয়ে মাছ হয়েছে। কিন্তু অন্যদের ড্রামের মাছের কিছুই হয়নি। শত্রুতা করে হয়তো কেউ ড্রামে বিষ দিয়েছে। এতে তার সব মাছ মরে যাওয়া দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. হুমায়ুন কবির বলেন, এভাবে একজন ব্যবসায়ীর ক্ষতি করা খুবই দুঃখজনক। এটা সকল ব্যবসায়ীর জন্যও আতঙ্কের বিষয়। আমরা দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা করছি।

শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ জানান, বিষ দিয়ে মাছ মারার বিষয়টি মৌখিক লিখিতভাবে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. কবির আড়ৎদার। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এস/এসপি/এপ্রিল ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test