E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মিরপুরে আওয়ামী লীগ নেতার জবরদখলে থাকা দোকান ঘর ফের দখলের চেষ্টা ইউনুসের 

২০২৫ এপ্রিল ১৪ ২১:১৪:১০
মিরপুরে আওয়ামী লীগ নেতার জবরদখলে থাকা দোকান ঘর ফের দখলের চেষ্টা ইউনুসের 

মোঃ হাসমত মিয়া, ক্রাইম রিপোর্টার : ঢাকা মিরপুর-১ শাহ আলী থানার আওতাধীন সেকশন -১, ব্লক - জি, প্লট নং- ১/১, চিড়িয়াখানা রোড এক অজ্ঞাত নামা আওয়ামী লীগ নেতা  জবরদখলে রাখে দ্বিতীয় তলা একটি দোকানঘড়।  তবে ৫  আগস্ট ২০২৪ ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পরে ঐ নেতা ও দোকান ঘরের চাবি পার্শ্ববর্তী নাসিম টাওয়ারের আওয়ামী পন্থি  ইমাম হোসেন নাসিমের ম্যানেজার ও শ্যালক আওয়ামী লীগার ইউনুসের কাছে রেখে যায় বলে একাধিক সূত্র জানায়।

এ প্রতিবেদককে স্থানীয়রা জানায় বেশ কিছুদিন পালিয়ে থাকার পরে ইউনুস একটি প্রভাবশালী দলের কিছু নেতাকর্মী দোহাই দিয়ে নাসিম টাওয়ার অবৈধ মার্কেটটি চালু করে। বেশ কয়েক মাস ধরে পার্শ্ববর্তী ফেলে রাখা দোকান ঘরটি খোলার জন্য জমির মালিক মৃত বন্দে আলীর ছেলে শাহজাহান বাদি হয়ে বিগত ১৭ জানুয়ারি ২০২৫ শাহআলী থানায় উপস্থিত হয়ে বন্ধ দোকানটি খোলার জন্য একটি অভিযোগপত্র দায়ের করে বলে এ প্রতিবেদককে জানায়। অভিযোগকারী শাহজাহান এ প্রতিবেদককে আরো জানায় তদন্তকারী কর্মকর্তা এস আই রুবেল হোসেন বিবাদী ইউনেসের কাছে অবৈধ অর্থে প্রভাবিত হয়ে কোন প্রকার পদক্ষেপ নেয় নি বরং আমাদের কাছ থেকে কাগজপত্র নিয়ে বিবাদী ইউনুসকে দিয়ে দেয়।

এ প্রতিবেদক শাহজাহানের নিকট জানতে চায় কেনো আপনার পৈত্রিক যায়গার দোকান খুলতে থানার শরণাপন্ন হইলেন শাহজাহান উত্তরে জানায় যেহেতু ৫ আগষ্ট ২০২৪খ্রিঃ মিরপুর মডেল থানা এবং শাহ আলী থানা দুটি লুটপাট হয়ে যায় এবং দোকান ঘরটি আওয়ামী লীগ নেতার দখলে থাকায় আমাদের ধারণা দোকানে কোনো অবৈধ অস্ত্রশস্ত্র থাকতে পারে তাই আমি থানার আশ্রয় নেই। ঐ অভিযোগে তদন্ত কারী কর্মকর্তার কোন প্রকার সহযোগিতা না পেয়ে বিগত ৯ এপ্রিল জায়গার মালিক বন্দো আলীর নাতি সুজন পুনরায় শাহআলী থানায় অভিযোগ করতে গেলে তদন্ত অফিসার জানায় এ বিষয় অফিসার ইনচার্জ এর সাথে কথা বল তে ওসি থানার বাহীরে থাকায় অভিযোগ না নিয়ে পাঠিয়ে দেয়। এ বিষয়ে সুজনের কাছে এ প্রতিবেদক জানতে চাইলে সুজন জানায় থানায় অভিযোগ না নেওয়ার কারণে আমি বিগত ১২ এপ্রিল ২০২৫ উপ পুলিশ কমিশনার মিরপুর জোন (ডিএমপি) মিরপুর ২ ঢাকা ১২১৬। বরাবরে একটি অভিযোগ দায়ের করি।

এদিকে আওয়ামী সমার্থক নেতার শ্যালক অবৈধ নাসিম টাওয়ার এর ম্যানেজার ইউনুস দোকান ঘরটি পুনরায় দখলে নেওয়ার জন্য ভিতরে কাজ করাচ্ছে বলে সুজন জানতে পারে। এ প্রতিবেদককে সুজন জানায় ইউনুস একটি বড় রাজনৈতিক দলের কিছু নেতা কর্মীর নাম ভাঙ্গিয়ে পুনরায় দখল করার জন্য পাঁয়তারা চালাচ্ছে।

এ প্রতিবেদককে সুজন জানায় আওয়ামী সরকারের দোসরদের অবৈধ দখলে রাখা দোকান ঘড়টি পুনরায় দখলে নিতে কোন রাজনৈতিক দল এর নেতাকর্মীরা আওয়ামী পরিবারের এই ম্যানেজার ইউনুসকে সহযোগিতা না করার জন্য বিনীত অনুরোধ জানান। সুজন আরো জানায় আমার দাদার এত জায়গা থাকতেও আমরা বস্তিতে মানবতার জীবন যাপন করছি কাজেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরে বর্তমান রাজনৈতিক দলগুলো আমাদের পাশে দাঁড়াবে এটাই আমার বিশ্বাস কারণ আমরা অসহায় এ বিষয় প্রশাসনের সহযোগিতা কামনা করছে জায়গার মালিক শাহজাহান ও তার সহযোগীরা। তিনি আরও জানান, দোকান ঘড়টি যাহাতে আওয়ামী প্রেতাত্মা ইউনুস খুলতে না পরে সে বিষয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

(এইচএম/এএস/এপ্রিল ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test