E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

২০২৫ এপ্রিল ১৪ ১৮:৫৯:০০
সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

নির্মল কুমার সাহা, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের নানা আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।

আজ সোমবার পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে, প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভট্টপুর ঐতিহাসিক বউ মেলায় গিয়ে শেষ হয়।

নতুন বছরকে স্বাগত জানিয়ে রং-বেরঙের প্লেকার্ড, বাঘ, প্যাঁচা, ফল, রাজা, রানী সহ নানা রকমের মুখোশ ও রঙিন কাগজের নকশা আঁকা নিয়ে বিভিন্ন স্কুল কলেজের ও চারুকলার শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন।

পরে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করাসহ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে বাংলা নববর্ষ উপলক্ষে সোনারগাঁ উপজেলা পরিষদসহ পুরো এলাকা বর্ণিল সাজে সাজানো হয়,আয়োজন করা হয় বৈশাখী মেলা ও চড়ক পূজা।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল মোরশেদ, সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল) সেগুপ্তা মেহনাজ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান, নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচলসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনীতিক ব্যক্তিবর্গসহ সর্বসাধারণ।

এদিকে সোনারগাঁ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনে সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ও বর্ষবরণে আনন্দ শোভযাত্রা বের করা হয়। এ উপলক্ষে ১৫ দিনব্যাপী মেলা আয়োজন করা হয়, আয়োজনকে আকর্ষনীয় করতে বর্ণিল সাজে সাজানো হয় সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন।

(এনকেএস/এসপি/এপ্রিল ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

Website Security Test