E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে অপসারণ ও গ্রেফতারের দাবি

২০২৫ এপ্রিল ১৩ ১৯:৫৮:২৪
রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে অপসারণ ও গ্রেফতারের দাবি

একে আজাদ, রাজবাড়ী : শেখ হাসিনার দোসর রাজবাড়ী সদরের বানীবহ ইউনিয়ন পরিষদের (ইউপি) বিনা ভোটের চেয়ারম্যান শেফালী আক্তারের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। 

আজ রবিবার সকালে বানীবহ ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নবাসী আয়োজিত এ মানববন্ধনে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

এতে বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খোরশেদ আলম, বানীবহ বাজারের ব্যবসায়ী খলিলুল রহমান খলিল, ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি দাউদ ব্যাপারী, যুবদল নেতা মো. মুন্সী, ছাত্র প্রতিনিধি মো. সুমন ইসলামসহ অনেকেই বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শেফালী বেগমের স্বামী আব্দুল লতিফ মিয়া ছিলেন বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। স্বামীর মৃত্যুর পর শেফালী বেগম সরাসরি রাজনীতিতে আসেন এবং ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা ভোটে বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন। তিনি রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নির্দেশে বানীবহ ইউনিয়নের বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর অনেক জুলুম-অত্যাচার চালিয়েছেন। জন্মনিবন্ধন সনদ ও বিভিন্ন ভাতা কার্ড করতে তিনি দরিদ্র মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেফালী বেগমের নেতৃত্বে সরাসরি নিরীহ ছাত্রদের ওপর হামলা চালানো হয়।

এছাড়া এই ইউপি চেয়ারম্যান বানীবহ ইউনিয়ন পরিষদকে অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়। অবিলম্বে তাকে অপসারণ করে গ্রেফতারের দাবি জানান বক্তারা।

(একে/এসপি/এপ্রিল ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test