E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পলাশবাড়ীতে রাতের আধারে কলার গাছ কেটে তছনছ করেছে দুর্বৃত্তরা

২০২৫ এপ্রিল ১৩ ১৯:১১:২৮
পলাশবাড়ীতে রাতের আধারে কলার গাছ কেটে তছনছ করেছে দুর্বৃত্তরা

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে ১২৬টি কলার গাছ রাতের আধারে কেটে তছনছ করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে উপজেলার বরিশাল ইউনিয়নের বরিশাল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের মৃত রইচ উদ্দীনের ছেলে রানা মিয়া ওই গ্রামের বিশ্বনাথ বাবুর জমি দীর্ঘদিন যাবৎ চাষাবাদ করে আসছে, এবার ওই জমিতে কলার গাছের চারা লাগিয়েছিলেন। শুক্রবার রাতে কে বা কারা রাতের আঁধারে জমির ১২৬ টি কলার গাছ কর্তন করে ফেলে রাখে।

রানা মিয়া আজ রবিবার সকালে জমিতে গিয়ে দেখতে পায় তার জমিতে লাগানো কলার গাছ গুলো মাটিতে পড়ে আছে। তিনি জানান, আমার কারো সাথে কোন শত্রুতা নেই।তারপরেও কে বা কারা আমার এত বড় ক্ষতি করলো আমি বুঝতে পারছি না।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী রানা মিয়া।

(আরআই/এসপি/এপ্রিল ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test