E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় ৩২ প্রহরব্যাপী মহানাম ও লীলা-কীর্তন অনুষ্ঠিত 

২০২৫ এপ্রিল ১৩ ১৮:২২:৪৩
সোনাতলায় ৩২ প্রহরব্যাপী মহানাম ও লীলা-কীর্তন অনুষ্ঠিত 

বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় সনাতন ধর্মাবলম্বীদের লীলারস কীর্তন ও মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কালাইহাটা গ্ৰামের তমালতলী সার্বজনীন বারোয়ারি রাধাগোবিন্দ মন্দির কমিটির আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন জেলার প্রখ্যাত কীর্তন শিল্পীরা নামসুধা ও লীলারস কীর্তন পরিবেশন করেন।

স্থানীয়রা, বিভিন্ন এলাকার শত শত সনাতন ধর্মানুরাগী নারী পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠান অঙ্গন মিলনমেলায় রূপ নেয়। তবে কীর্তনের ভাবাবেগে অশ্রুসিক্ত নয়নে একে অপরকে জরিয়ে ধরে আলিঙ্গন করে।

জুমারবাড়ির শ্রীউৎপল কুমার সাহা বলেন, সনাতনীদের মুক্তির লক্ষ্যে হরেকৃষ্ণ মহামন্ত্র যজ্ঞানুষ্ঠান ও রাধা-গোবিন্দের লীলা কীর্তন সেইসাথে ভক্ত সংঘই মানব জীবনে মুক্তির পথ। কলিযুগের তারকব্রহ্ম নাম ছাড়া জীবের মুক্তি একেবারেই সম্ভব নহে।

আয়োজক কমিটির পক্ষে সুদর্শন মন্ডল জানান, এবার তাদের ৩য় তম অধিবেশন। ৮ এপ্রিল গীতা পাঠ গঙ্গা আবাহন মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হলেও ১৩ এপ্রিল রবিবার ভোরে নগর পরিক্রমা কুঞ্জভঙ্গ দুপুরে শ্রীমন্মহাপ্রভুর ভোগ উৎসব ও পরের দিন দধিমঙ্গল মহন্ত বিদায়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানের ঘটে সমাপ্তি।

এ অনুষ্ঠানে বিভিন্ন কীর্তনীয়ার দল কীর্তন পরিবেশন করলেও গাইবান্ধা সাঘাটার সমীর কৃষ্ণ দাসের কীর্তন উপস্থিত ভক্তবৃন্দের মন কেড়ে নেয়।

(বিএস/এসপি/এপ্রিল ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test