E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ময়মনসিংহে জেএসডি’র বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০২৫ এপ্রিল ১২ ১৯:০৯:৪০
ময়মনসিংহে জেএসডি’র বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ‘শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী জনগণ এক হও’ শ্লোগানকে সামনে রেখে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, প্রদেশ, স্ব-শাসিত স্থানীয় সরকার সহ সংস্কারের লক্ষ্যে জাতীয় সনদ প্রণয়নের দাবিতে বিভাগীয় প্রতিনিধি সভা আজ শনিবার সকালে ময়মনসিংহ বার এসোসিয়েশন সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক দল জেএসডি এর ময়মনসিংহ বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত বিভাগীয় মত‌বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক,কেন্দ্রীয় কমিটি জেএসডি।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, জনগণের অংশগ্রহণে ধন্য গণঅভ্যুত্থানের পর, জনগণের বিজয় ধরে রাখতে না পারলে এবং তাদের অভিপ্রায় ভিত্তিক প্রজাতন্ত্র নির্মাণে ‘জাতীয় সনদ’ গৃহীত না হলে, রাজনৈতিক নৈরাজ্য বা রক্তপাতের ঝুঁকি বাড়বে? পুরনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করা সম্ভব হবে না। তিনি বলেন শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবীদের ক্ষমতার অংশীদারিত্ব না দিলে, যেকোনো মুহূর্তে চরম সংকট ডেকে আনতে পারে, তা বিবেচনায় নিয়েই নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রবর্তন করতে হবে।

সভায় প্রধান বক্তা দলের সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব বলেন, ব্যাপক কাঠামোগত সংস্কার এবং রাজনৈতিক-সংস্কৃতি সংস্কার ছাড়া, আওয়ামী দুঃশাসনের চরম প্রতিক্রিয়াশীল ব্যবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা থেকে জনগণ নিরাপদ হতে পারবে না। স্বৈরতান্ত্রিক ব্যবস্থা অক্ষত রেখে কোন ধরণের আপস জনগণ মেনে নেবে না। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা জেএসডির সভাপতি অ্যাডভোকেট মিয়া হোসেন।

আইনজীবী সমিতিতে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া সহ সভাপতি জেএসডি, বক্তব্য রাখেন মতিউর রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, এডঃ মিয়া হোসেন সভাপতি ময়মনসিংহ জেলা, মিসেস ফারজানা জামান দীবা, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, ফারুক আহমেদ বুলবুল সাধারণ সম্পাদক, জেএসডি, নেত্রকোনা জেলা, সাইফুল ইসলাম ফকির, সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা।

সঞ্চালনায় ছিলেন আমীর উদ্দীন আমীর সভাপতি জামালপুর জেলা জেএসডি। সভায় ময়মনসিংহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এনআরকে/এসপি/এপ্রিল ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test