E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গ্রামের নাম মুজিবনগর থেকে জিয়ানগর করায় বিএনপি সমর্থকদের বাড়িতে হামলা

২০২৫ এপ্রিল ১২ ১৮:১৩:১৪
গ্রামের নাম মুজিবনগর থেকে জিয়ানগর করায় বিএনপি সমর্থকদের বাড়িতে হামলা

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ও অস্ত্রধারী সন্ত্রাসী আকমল হোসেন টিক্কার বিরুদ্ধে বিএনপির কর্মী সমর্থকদের বসত বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। 

গত বুধবার (৯ এপ্রিল) গভীর রাতে কসবামাজাইল ইউনিয়নের পারকুল এলাকার একাধিক বিএনপির কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়।

অভিযুক্ত আকমল হোসেন টিক্কা পাংশা উপজেলার সন্ত্রাসী টিক্কা বাহিনীর প্রধান ও কসবামাজাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

ভুক্তভোগীরা হলেন, ইউনিয়নের পারকুল গ্রামের মৃত মো: চেনিরদ্দিন বিশ্বাস ছেলে মো: ইজাহার বিস্বাস (৪৫), একই এলাকার মৃত ইবাদত মোল্লার ছেলে মনিরুদ্দিন মোল্লা (৩৫), ইসরাইল মোল্লার ছেলে শহিদুল মোল্লা (৪৫), ইউনিয়নের দড়ি বাংলাট (জিয়া নগর) গ্রামের মৃত আব্দুল মজিদ মন্ডলের ছেলে মো: সাত্তার মন্ডল (৪২) সহ আরও বেশ কয়েকজন।

স্থানীয় সুত্রে জানা যায়, সরকার পতনের পর কসবামাজাইল ইউনিয়নের একটি গ্রামের নাম মুজিব নগর থেকে জিয়া নগর করায় ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী রাতে বিএনপি সমর্থককারী ১০ টি বাড়িতে হামলা চালায়। হামলা কারীরা বাড়ির আসবাবপত্র ভাংচুরসহ নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগী মো: ইজাহার বিস্বাস বলেন, আমি কৃষি কাজ করি রাজনীতি করি না। তবে বিএনপির সমর্থক। আমার বাড়ি ফাকা জায়গায় পেয়ে মাঝ রাতে টিক্কা বাহিনী এসে ভাঙচুর করেছে। আমার দোকানের মালামাল নিয়ে গেছে। এখন শুনছি আবারও আমাদের মারবে।

ভুক্তভোগী শহিদুল ইসলাম বলেন, আমি রাতে ঘুমিয়ে ছিলাম। টিনের বেড়ায় শব্দ শুনে ঘুম ভাঙ্গে। কোন উপায় না পেয়ে বউ ছেলে মেয়ে নিয়ে মাঠের মধ্যে পালায়। আমি কয়েকদিন পরে বিদেশ যাবো সেই টাকা নিয়ে গেছে হামলা কারীরা।

অভিযুক্ত আওয়ামীলীগ নেতা আকমল হোসেন টিক্কার সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয় নাই।

নিউজিল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: মসলেম উদ্দিন খান বলেন, আওয়ামী লীগের রাজনীতি ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো। আমি আওয়ামী লীগের সময় দেশে এসে কথা বলতে পারি নাই। কথা বললেই আমার ও আমার বাড়িতে হামলা চালাতো আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই এলাকা সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের অস্ত্রধারী সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করে। জিল্লুল হাকিম পালিয়েছে তার অস্ত্রধারী টিক্কা বাহিনী এখনও এই এলাকায় অপকর্ম চালিয়ে যাচ্ছে। তারা দিনের বেলায় গাঢাকা দিয়ে থাকলেও রাতে অস্ত্র নিয়ে বের হয়ের বিএনপির কর্মী সমর্থকদের বসতবাড়িতে হামলা চালাচ্ছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহম্মদ সালাউদ্দিন বলেন, গতকাল একটা লিখত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

(একে/এসপি/এপ্রিল ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test