E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চিৎমরমে মারমা তরুণ-তরুণীদের উচ্ছ্বাসে চলছে সাংগ্রাইয়ের প্রস্তুতি

২০২৫ এপ্রিল ১২ ১৭:৫৭:০৫
চিৎমরমে মারমা তরুণ-তরুণীদের উচ্ছ্বাসে চলছে সাংগ্রাইয়ের প্রস্তুতি

রিপন মারমা, রাঙ্গামাটি : বর্ষবরণকে ঘিরে পার্বত্য জেলা রাঙ্গামাটি কাপ্তাই ঐতিহ্যবাহী চিৎমরম মারমা সম্প্রদায়ে চলছে সাংগ্রাই উৎসবের প্রস্তুতি। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মারমা সম্প্রদায় এই সাংগ্রাই উৎসব পালন করে থাকে। উৎসবকে ঘিরে  পাহাড়ি পল্লী গুলোতে চলছে নানা আয়োজন।

জানা যায়, পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে মারমারা পালন করে এই সাংগ্রাই উৎসব। আগামী ১৩ এপ্রিল পাইংছোঁয়াক দিয়ে শুরু হবে মারমাদের ঐতিহ্যবাহী এ উৎসব।
এই উৎসবকে ঘিরে মারমা পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। বিভিন্ন ক্যাং ও বিহারে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ধোয়া মোছার কাজ।

চলছে র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি। শুধু তাই নয় উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে শেষ মুহুর্তে কেনা কাটায় ব্যস্ত সময় পার করছে মারমা যুবক-যুবতী, শিশু বয়স্কসহ সকলেই।

উৎসবকে ঘিরে মারমা তরুণ-তরুণীদের মধ্যে বইছে আনন্দের উচ্ছ্বাস। প্রতি বছরের মতন এববছরও ১৪ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দুইদিন ব্যাপী সাংগ্রাই উৎসব উদযাপন হবে কাপ্তাই চিৎমরম বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে।

সাংগ্রাই এর প্রধান আকর্ষন মৈত্রী পানি বর্ষন বা জলকেলি। নারী পুরুষ একে অপরকে পানি ছিটিয়ে পুরাতন বছরের গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানানো।

এ বিষয়ে চিৎমরম সাংগ্রাই উৎসব উদযাপন কমিটি আহবায়ক উথোয়াইমং মারমা বলেন, ‘এবার আমরা ২ দিনব্যাপী সাংগ্রাই উৎসব পালন করবো। ইতোমধ্যে সাংগ্রাই এর প্রস্তুতি প্রায় শেষের পথে। আশা করি সুন্দরভাবে সবার অংশগ্রহণে সাংগ্রাই উৎসব পালন করতে পারব।’

চিৎমরম সাংগ্রাই উৎসব উদযাপন কমিটি সদস্য সচিব মং মারমা বলেন, আগামী ১৫ এপ্রিল ‘রি-আকাজা’ বা মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠিত হবে। অতীত ইতিহাস মতে মারমাদের খুবই সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। আমাদের সংস্কৃতি ও ক্রীড়াকে সমুন্নত ও ধরে রাখার জন্য এই প্রয়াস।’

চিৎমরম সাংগ্রাই উৎসব উদযাপন কমিটি যুগ্ম সচিব সাচিংউ মারমা বলেন, সাংগ্রাই আমাদের প্রাণের উৎসব। এ উৎসবে আমরা অনেক মজা করি। পুরাতন বছরকে বিদায় জানাই আরও নতুন বছরকে স্বাগত জানাই। এ উপলক্ষে আমরা অনেক আনন্দ করে থাকি।

চিৎমরম ইউপি সদস্য ক্যউপ্রু চৌধুরী বলেন, বছরের এ দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি। এটি আমাদের অন্যতম প্রধান উৎসব। সাংগ্রাই এর সময় আমরা অনেক মজা করে থাকি। পানি খেলি, পিঠা বানাই, ক্যং এ যাই প্রার্থনা করি। বন্ধুদের সাথে ঘুরে বেড়াই। অনেক মজা করি।

সাংগ্রাইকে ঘিরে মারমা তরুন তরুণীদের মধ্যে বইছে আনন্দ উচ্ছাস অনুষ্ঠানে পিঠা তৈরি, হাজার প্রদীপ প্রজ্জলন, পবিত্র বুদ্ধস্নান, ছোয়াইং দান, সাংগ্রাই শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা, ঐতিহ্যবাহী খেলাধুলা, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠান, নতুন কাপড় পরিধান করা, মজাদার খাবার পরিবেশন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ১৫ ই এপ্রিল কাপ্তাই চিৎমরমে শেষ হবে সাংগ্রাই এর আনুষ্ঠানিকতা।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, সাংগ্রাই পাহাড়ের মারমাদের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। উৎসবকে ঘিরে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটবে। আমরা সে হিসেবে চিৎমরমে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করেছি। পুলিশের পাশাপাশি ডিবির সাদা পোষাক ধারী পুলিশসহ বিভিন্ন সংস্থা থাকবে। মারমারা যাতে নিরাপদে আনন্দের সাথে তাদের সাংগ্রাই উৎসব উদযাপন করতে পারে এজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

(আরএম/এসপি/এপ্রিল ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test