E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে পৈত্রিক সম্পত্তি ও জীবন রক্ষায় থানায় অভিযোগ

২০২৫ এপ্রিল ১২ ১৫:৩১:৫৩
ফরিদপুরে পৈত্রিক সম্পত্তি ও জীবন রক্ষায় থানায় অভিযোগ

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামের দেওয়ান বাড়ীর ছোটছেলে মো. আ. মালেক দেওয়ান (৬২) পৈত্রিকসূত্রে পাওয়া নিজের ৭০ শতাংশ জমি, নিজের ও তাঁর পরিবারের সদস্যদের জীবন রক্ষায় নিজ বড়ভাই ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ফরিদপুরে কোতয়ালি থানায় সম্প্রতি একটি অভিযোগ দায়ের করেছেন।

থানায় অভিযোগ দায়েরের আগে তিনি পারিবারিক, সামাজিক ও স্থানীয় সালিশি প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তিনি পৈতৃক জমি রক্ষা, নিজ বাড়ি প্রবেশ মুখের রাস্তা উদ্ধার ও পরিবারের সদস্যদের সুরক্ষার কথা চিন্তা করে আইনের আশ্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন মালেক।

তার মূল অভিযোগ পৈতৃক সম্পত্তিগুলো ভাগ বাটোয়ারা হওয়ার পরও তার জমি ও বাড়ীর রাস্তা আটকিয়ে অবৈধভাবে জোর করে ঘর উত্তোলন করেছে তাঁর বড়ভাই ও তাঁর ছেলেরা। আপত্তি জানালে অনেকবার মো. আ. মালেক ও পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দেয় বলে জানান আ. মালেক। এছাড়া, পারিবারিক ও স্থায়ীয়ভাবে সমাধান না হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও মাতুব্বরদের দ্বারা মীমাংসার চেষ্টা করেও তা সফল হননি বলেও থানার অভিযোগে উল্লেখ করেন তিনি।

অভিযোগে বাদী আব্দুল মালেক তাঁর বড় ভাই আব্দুল হাকিম দেওয়ান (৭০) ও ভাবি ফিরোজা বেগম (৬০)কে যথাক্রমে তিন ও চার নম্বর বিবাদী করে ভাতিজা আলী হোসেন দেওয়ান (৪২)কে ও সাদিক দেওয়ান (৩৫)কে যথাক্রমে এক ও দুই নম্বর বিবাদী করেছেন। এছাড়া ওই অভিযোগে ভাতিজা আলী হোসেন দেওয়ানের স্ত্রী নাসিমা বেগম (৪০)কেও আসামী করেছেন তিনি।

অভিযোগের সূত্রধরে সরেজমিন পুরদিয়ার দেওয়ান বাড়িতে গিয়ে থানায় অভিযোগকারী বাদী ও বিবাদীদের সাথে কথা বলেন এই প্রতিবেদন। সরেজমিন পর্যবেক্ষণ ও কথাবার্তার পরিপ্রেক্ষিতে আব্দুল মালেক দেওয়ানের অভিযোগের সত্যতা মিলেছে। মালেকের প্রধান অভিযোগ রাস্তা দখল করে ভাতিজাদের ঘর তোলা ও গরুর মল-মুত্র তাঁর পরিত্যক্ত পুকুরে ফেলার কথাও অকপটে স্বীকার করেছেন অভিযোগে এজাহার নামীয় এক ও দুই নম্বর বিবাদী আলী হোসেন দেওয়ান ও সাদিক দেওয়ান। তাঁদের দাবি, ভুল করে তারা তাদের চোট কাকার বাড়িতে প্রবেশের রাস্তার ওপর ঘর তুলেছেন।

এছাড়া বাদীর পুকুরে গরুর মল-মুত্র না যাওয়ার বিষয়টি সমাধানের চেষ্টা চলছে জানিয়ে তারা আরো বলেন, 'আমরা স্থানীয় মোকছেদ মেম্বার থেকে চাচা আব্দুল মালেক দেওয়ানের করা প্রধান দু'টো সমস্যা সমাধানে এই মাস (এপ্রিল মাস) সময় নিয়েছি। এর মধ্যেই আমরা ছোটচাচার (বাদীর) বাড়ির রাস্তা থেকে ঘর সরিয়ে ফেলাসহ তার পুকুর গবাদিপশুর বর্জ্য যাতে আর না যায়, সেটার ব্যবস্থা এই মাসেই করা হবে। এসময় আলী হোসেন দেওয়ান ও সাদিক দেওয়ান তাঁদের চাচা ও তাঁর পরিবারের গায়ে হাত তোলা ও হুমকি ধামকি দেওয়ার কথা অস্বীকার করেন।

পরবর্তীতে আব্দুল মালেক দেওয়ানকে তাঁর ভাতিজাদের কথাবার্তা জানালে তিনি জানান, এসব কথা অনেকদিন যাবত বলে আসছে ওরা, এসব শুধুই কথার কথা। কেউ এসে এমন কর্মকাণ্ড দেখে প্রশ্ন করলে এসব মুখস্থ কথা বলে ওরা। পরে আমরা দাবি জানালে সবাই মিলে একত্রে এসে গালিগালাজ করে, হুমকি-ধামকি দেয় ও মারতে আসে। তাছাড়া, যে মোকছেদ মেম্বারের কথা বলে আপনাকে ওরা এই মাসে সমাধানের কথা বলেছে, সেটিও ডাহা মিথ্যা।' তার কারণ হিসেবে তিনি জানান, 'এমন কোন কথা হলে তো মোকছেদ মেম্বার আমাকে জানাতেন।'

থানায় মো. আব্দুল মালেক দেওয়ানের করা অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নুর হোসেনকে। তাঁর প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।'

(আরআর/এএস/এপ্রিল ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test