E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালে হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা গ্রেপ্তার

২০২৫ এপ্রিল ১১ ১৮:১২:৪৯
বরিশালে হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধ, বরিশাল : দাবিকৃত পাঁচ লাখ টাকা চঁাদা না পেয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জেলার বাবুগঞ্জ উপজেলা যুবদলের বহিস্কৃত সদস্য সচিব এবায়েদুল হাসানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮ এর সদস্যরা।

আজ শুক্রবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি মো. জাকির সিকদার জানিয়েছেন, বরিশাল ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে এবায়েদুল হাসানকে গ্রেপ্তার করে থানায় সোর্পদ করেন। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও ওসি উল্লেখ করেন। র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি এবায়দুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

এজাহারে জানা গেছে, গত ১১ আগস্ট পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে বিমানবন্দর থানাধীন বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের বকশির চর গ্রামের সুলতান হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ ব্যবসায়ীকে লোহার সাবল দিয়ে পিটিয়ে হত্যা করে তৎকালীন উপজেলা যুবদলের সদস্য সচিব এবায়েদুল হাসান ও তার সহযোগিরা। এ ঘটনায় এবায়েদুল হাসান, তার সহযোগি সোহেল ও মিঠুসহ চারজনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করে বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পুত্রবধূ সাদিয়া আফরিন নুপুর।

মামলার প্রধান আসামি উপজেলা যুবদলের সদস্য সচিব এবায়েদুল হাসান চাঁদশাপা ইউনিয়নের ঘটকেরচর গ্রামের মৃত সেকান্দার আলী ছেলে। হত্যার ঘটনার পর গত ২২ আগস্ট অভিযুক্ত যুবদল নেতার সংগঠনিক পদ স্থগিত করে জেলা যুবদলের নেতৃবৃন্দরা।

মামলার বাদি বলেন, সরকার পতনের পর এবায়েদুল তার স্বামী মনিরজ্জামান জুয়েলের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। ঘটনারদিন জুয়েলের খোঁজে এবায়েদুলের নেতৃত্বে অভিযুক্তরা বাড়িতে এসে গালিগালাজ করে এবং বাড়ির গেটে লাগানো সিসি ক্যামেরা ভাঙচুর করে। এ সময় তার শ্বশুর (নিহত সুলতান) ঘর থেকে বেরিয়ে গালিগালাজের কারণ জানতে চায়। এতে ক্ষুব্ধ হয়ে লোহার সাবল দিয়ে আঘাত করলে সুলতান হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন।

(টিবি/এসপি/এপ্রিল ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test