E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গন মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন

২০২৫ এপ্রিল ১০ ১৯:৩৮:২০
ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গন মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গন মার্কেটে এক ব্যবসায়ির দোকানে মূর্তি ভাঙচুরা লুন্ঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে শ্রীধাম শ্রী অঙ্গনের মার্কেটের জগদ্বন্ধু গ্রন্থ ভান্ডারে অনুপম মন্ডল নামে এক হিন্দু যুবকের নেতৃত্বে ৪-৫ জন সন্ত্রাসী ঢুকে দোকানের মূল্যবান মূর্তি ভাঙচুর ও লুণ্ঠনে করে এবং দোকান মালিক গোপাল মজুমদারকে মারধর করে, এবং দোকান থেকে ১৮ হাজার টাকা সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এর প্রতিবাদে প্রতিবাদে শ্রীরাঙ্গন মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উক্ত সন্ত্রাসী শাস্তির দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীধাম শ্রী অঙ্গন মার্কেটের ব্যবসায়ী গোপাল মজুমদার, কমল বিশ্বাস, ব্যবসায়ী ভাস্কর ভৌমিক, বানসা চক্রবর্তী, পড়াশর বন্ধুব্রহ্মচারী (প্রল্লাদ) উত্তমশীল সহ শ্রীঅঙ্গন মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন গত ২৩ শে মার্চ তারিখে শ্রী অঙ্গন মার্কেটের অমর বন্ধু গ্রন্থ ভান্ডারের গোপাল মজুমদারের ‌দোকানে কথা কাটাকাটির একপর্যায়ে অনুপ মন্ডল ও তার সহযোগীরা দোকান দোকানের প্রতিমা, ছবি, সহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে যারা আনুমানিক মূল্য ৬০০০০ টাকা এবং নগদ ১৮০০০ টাকা নিয়ে যায়। বক্তারা এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এবং অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সাথে মার্কেটে নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

(আরআর/এসপি/এপ্রিল ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test