E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা! 

২০২৫ এপ্রিল ১০ ১৯:২৭:২৫
মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা! 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : হঠাৎ মুশলধার বৃষ্টিপাতে লোডশেডিংয়ের কারণে মোমবাতি জ্বালিয়ে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা নেওয়া হয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থাতেই সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে ৩০ মিনিট মোমবাতির আলোয় পরীক্ষা দেয় এবং দুপুর ১টা পর্যস্ত পরীক্ষা চলে।

আজ ‎বৃহস্পতিবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরিস্থিতি সম্মুখীন হয় পরিক্ষার্থীরা।শিক্ষার্থীদের মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সকাল থেকে বৃষ্টি ও ঝড়ের সঙ্গে সঙ্গে লোডশেডিং শুরু হয়। পরে পরীক্ষাকেন্দ্রগুলোতে অন্ধকার কক্ষে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষায় বসেন। ভারী বৃষ্টিতে কিছু কক্ষে পানি প্রবেশ করায় ও অন্ধকারে পরীক্ষায় অংশ নিয়ে দুর্ভোগে পড়েন শিক্ষার্থী।

‎ফেন্সি হাসান নামে এক পরীক্ষার্থী বলেন, প্রশ্ন দেওয়ার আগেই বৃষ্টির সঙ্গে সব অন্ধকার হয়ে যায়। পরীক্ষা শুরুর সাথেই কর্তৃপক্ষ মোমবাতি দিয়েছে। মোমবাতি জ্বালিয়ে প্রথম পরীক্ষা সম্পন্ন করেছি যা সম্পূর্ণ একটি নতুন অভিজ্ঞতা।

‎এদিকে, পরীক্ষার পর শিক্ষার্থীরা বলছেন যে, তারা মোমবাতির আলোতে পরীক্ষা দেওয়া একেবারেই নতুন অভিজ্ঞতা ছিল। তবে, পরিস্থিতি যাই হোক, তারা শান্তভাবে তাদের পরীক্ষা সম্পন্ন করতে পেরেছেন এবং ভালো ফলাফলের আশাবাদী।

‎এ ব্যাপারে ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম বলেন, সকাল থেকে প্রচুর বৃষ্টি ও ঝড়ের কারণে লোডশেডিং শুরু হয়। তবে আমরা চার্জার লাইট ও মোমবাতির ব্যবস্থা করেছি। পরীক্ষায় কোনো ধরনের সমস্যা হয়নি। এ কেন্দ্রে ৪টি বিদ্যালয়ের মোট ৬৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন এবং শিক্ষার্থীরা খুব সুন্দরভাবেই তাদের প্রথম পরীক্ষা সম্পন্ন করে।

‎দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, সকাল থেকে প্রচুর ভারী বর্ষণে বৃষ্টি ও ঝড়ের তা-বে লাইনে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতে মাঠ পর্যায়ে বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে।

(এসএস/এসপি/এপ্রিল ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test