E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুর এলজিইডি ভবনে রহস্যময় অগ্নিকাণ্ড, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র

২০২৫ এপ্রিল ১০ ১৯:১৬:৩৩
দিনাজপুর এলজিইডি ভবনে রহস্যময় অগ্নিকাণ্ড, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে  রহস্যময় অগ্নিকান্ডের  ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে গেছে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নথিপত্র। অজ্ঞাত কারণে ঘটনাস্থলে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন,কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের সুযোগে সুযোগ-সন্ধানী অসাধু কর্মকর্তা-কর্মচারিরা গায়েব করে ফেলেছে বেশ গুরুত্বপূর্ণ নথিপত্র। এমন অভিযোগ সংশ্লিষ্ট কতিপয় কর্মচারি ও ঠিকাদারদের। 

সংশ্লিষ্টরা জানায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৫টায় দিনাজপুর শহরের দক্ষিণ উপকন্ঠ কসবাস্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে রহস্যময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ভবনটিতে সরকারি দুই কর্মকর্তা আটকা পড়েন। তাদের একজন রবিউল ইসলামকে আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে দু'জনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

আটকা পড়া কর্মকর্তারা হলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যুগ্ম পরিচালক রবিউল ইসলাম ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মুন্নাফ হোসেন।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানান, আমরা ভোর ৫টার দিকে এলজিইডি ভবনে অগ্নিকাণ্ডের সংবাদ পাই। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এ সময় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আমরা ধারণা করছি, ভবনের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডের সময় ভবনের চতুর্থ তলায় দুই প্রান্তে দু'টি কক্ষে দু'জন আটকা পড়েছিলেন। তাদের দু'জনকেই উদ্ধারে সক্ষম হই। একজনকে জানালার গ্রিল কেটে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করি।'

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী ও ক্যামরা পার্সনরা গেলেও তাদের অগ্নিকান্ডের স্থানে প্রবেশ করতে দেওয়া হয়নি। উধর্তন কর্তৃপক্ষের নিষেধ আছে বলে দায়িত্বরত ব্যক্তিরা জানিয়েছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে দপ্তরের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে। এ সময় চতুর্থ তলায় রেস্ট হাউসে আটকা পড়ে দুই সরকারি কর্মকর্তা। তাদের একজন আহত হন। তবে এখন দুইজনেই সুস্থ্য আছেন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একটি সুত্র জানায়, অগ্নিকাণ্ডের ঘটনাটি রহস্যজনক। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে তার কিছু আলামত পাওয়া যায়।কিন্তু, এমন কোন আলামত পাওয়া যাচ্ছেনা। বিগত সরকার আমলে শত শত কোটি টাকার অবকাঠামো উন্নয়নের নামে হরিলুট চলেছে। কতিপয় দূর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারিরা দীর্ঘদিন একই স্থানে থেকে লুটপাটের রাম রাজত্ব করেছে। কারো কারো লোক দেখানো বদলি হলেও তারা সেই কর্মস্থলে না গিয়ে এখানে অফিস করেছে।

কয়েকদিন পর আবারো বদলি আদেশ এনে পূণ:রায় যোগদান দেখিয়ে এখনো রাম রাজত্ব করছেন। এই লুটপাটের নেতৃত্ব দিয়ে আসছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কেন্দ্রীয় দপ্তরের কর্মরত এক উচ্চ পদস্থ কর্মকর্তা। যার বাড়ি দিনাজপুরে। তিনি দিনাজপুর এলজিইডি ভবন নিজের পারিবারিক দপ্তরে পরিনত করেছেন। তার ভাই, ভাতিজা, ভগ্নিপতি, শ্যালক সহ অসংখ্য আত্মীয়-স্বজনকে চাকুরি দিয়ে এই দপ্তরে রেখেছেন। অন্য কোন স্টাফ তার কথা মতো না চললেই তাকে অন্যত্র বদলি বা চাকুরি হারাতে হয়। ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের দালাল খ্যাত ওই কর্মকর্তা এখন বিএনপির উপর ভর করেছেন। এখনো চালিয়ে যাচ্ছেন, রাম রাজত্ব। নিয়োগ,ঠিকাদারি কাজ এমন কি টেন্ডার বিজ্ঞপ্তি কোন পত্রিকায় প্রকাশিত হবে সেটাও নিয়ন্ত্রণ করে ওই কর্মকর্তার স্বজনেরা।

সম্প্রতি এলজিইডি কাজে লুটপাটের ঘটনা ফাঁদ হয়ে যাওয়ায় ওই কর্মকর্তাসহ দিনাজপুরে কর্মরত কতিপয় কর্মকর্তা-কর্মচারির ঘুম হারাম হয়ে গেছে। তাই হয়তো এই অগ্নিকান্ডের নাটক করে গুরুত্বপূর্ণ নথিপত্র গায়েব করার অপচেষ্টা করা হয়েছে। অগ্নিকাণ্ডের পরে সকালে অফিসে এসে গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র সরিয়ে ফেলা হয়। এসব ফাইল আর আলোর মুখ দেখবেনা বলে মনে হচ্ছে।'

অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান জানান, আমাদের ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের কিছু ফাইলপত্র পুড়ে গেছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। নির্ধারণের কাজ চললে। আমাদের চতুর্থতলার আবাসিক কক্ষে দু'জন অতিথি ছিলেন। তাদেরর একজন সামান্য আহত হয়েছেন। তবে,দুইজনেই সুস্থ্য আছেন।'

(এসএস/এসপি/এপ্রিল ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test