E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টুঙ্গিপাড়ায় হিন্দু যুবকের আইডি হ্যাক, ইসলাম বিরোধী পোস্টে এলাকায় উত্তেজনা 

২০২৫ এপ্রিল ০৯ ১৯:৩৮:৩৭
টুঙ্গিপাড়ায় হিন্দু যুবকের আইডি হ্যাক, ইসলাম বিরোধী পোস্টে এলাকায় উত্তেজনা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি হ্যাক করে ইসলাম বিরোধী পোস্টে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল গ্রামের হিন্দু যুবক মিঠুন বিশ্বাসের (৪০) আইডি থেকে এসব পোস্ট দেওয়া হচ্ছে। 

আজ বুধবার দুপুরে গনঅধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একথা জানান ওই যুবক।

ওই যুবক বলেন, আমি পেশায় একজন কাঠমিস্ত্রি। শখের বশে প্রায় ১ বছর আগে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন কিনে একজনকে দিয়ে একটি ফেসবুক একাউন্ট খুলি। কিছুদিন পর আইডি টা হ্যাক করে কে বা কারা আমার আইডি থেকে ইসলামবিরোধী উস্কানিমূলক পোস্ট করতে থাকে। তখন ইউএনও এবং এলাকার গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানাই। তারা থানায় জিডি করতে বলে। পরে গত বছরের ১৪ সেপ্টেম্বর টুঙ্গিপাড়া থানায় জিডি করি। এছাড়া ওয়ার্ডের সাবেক মেম্বারের পরমর্শে মোবাইলটি থানায় জমা দিয়ে আসি। এরপর থেকে বাটন মোবাইল ফোন ব্যবহার করে আসছি।

তিনি আরও বলেন, কিন্তু হটাৎ গেল ঈদের ৩ দিন পর থেকে আমার নামের সেই ফেসবুক একাউন্ট থেকে ইসলাম ধর্ম নিয়ে উস্কানিমূলক পোস্ট করা শুরু হয়। এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে । আমাকে স্থানীয়রা বিভিন্ন প্রশ্ন করছেন। এতে আমি আতংকিত হয়ে পড়ি। পরে আবার থানায় সাধারণ ডায়েরি করি। আমি একজন সাধারণ মানুষ। কিন্তু আমাকে ফাঁসাতে যারা এ কাজ করছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানচ্ছি।

এ বিষয়ে তারাইল এলাকার সাবেক ইউপি সদস্য মিজান শিকদার বলেন, হিন্দু ছেলেটি সামান্য পড়াশোনা জানে, আর কাঠমিস্ত্রির কাজ করে। আগের ঝামেলার পর আমার পরামর্শে তার এন্ড্রয়েড ফোনটি থানায় জমা দেয়। কিন্তু তারপরেও নিরীহ ছেলেটিকে ফাঁসাতে কে বা কারা যেন ধর্মীয় উস্কানিমূলক পোস্ট করে যাচ্ছে। এর আগেও এলাকার ইসলামধর্মের মুরব্বিদের নিয়ে বৈঠক করার পর মিঠুন নির্দোষ প্রমাণিত হয়। ধর্ম নিয়ে উস্কানিমূলক পোস্টদাতাকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে।

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, ওই যুবকের মোবাইল থানায় জমা রয়েছে। তারপরও তার আইডি থেকে পোস্ট করা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ধারণা করা হচ্ছে, একটি দুস্কৃতিকারী চক্র তাকে ফাঁসাতে এ এমন কাজ করে থাকতে পাবে।

(টিবি/এসপি/এপ্রিল ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test