E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ে বর্ষবরণে প্রস্তুতি সভা

২০২৫ এপ্রিল ০৯ ১৯:১৫:৩৪
পঞ্চগড়ে বর্ষবরণে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : সারাদেশের ন্যায় পঞ্চগড়েও ঘটা করে পালন করা হবে নববর্ষ ১৪৩২ বগাব্দ। এই দিনটি বাঙালির চিরায়ত আদলে উৎযাপন করার লক্ষ্যে আজ বুধবার জেলা প্রশাসকের দরবার কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো. সাবেত আলী (যুগ্ম-সচিব)র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্ষবরণ উৎযাপনে সরকারি নির্দেশনা উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু।

পরে উপস্থাপিত নির্দেশনা অনুসরণ করে বর্ষবরণের অনুষ্ঠান সূচি তৈয়ার করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিএম সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন। জেলা বিএনপির আহবায়ক মো.জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়েত ইসলামের আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাবেক পঞ্চগড় পৌরমেয়র মো. তৌহিদুল ইসলামসহ জেলার সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

দিনের কর্মসূচির মধ্যে সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা,সাড়ে ন'টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সাড়ে এগারোটায় গ্রামীণ খেলাধুলা, লাঠিখেলা প্রদর্শনীসহ লোকজ বিনোদন। সকল পর্বই পরিচালিত হবে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে। এই বর্ষবরণ সারা জেলায় বর্ণিল আয়োজনে করার জন্য জেলার ৫টি উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের উৎসহ প্রদান জেলা প্রশাসক।

এসময় তিনি জোরালো ভাষায় বলেন, বর্ষবরণের নামে কোন প্রকার আপত্তিকর কর্মকান্ড যাতে না হয় তা খেলায় রাখতে হবে। সাধারণ জন মানুষ বিরক্ত হয় এমন কোন কর্মকান্ড পরিহার করা সবার দায়িত্ব ।নতুন দিনের নতুন পোষাক, বাঙালি কৃষ্টি-সংস্কৃতি হবে এটাই কাম্য, রং ছিটানো, পটকা-ফুটানোর মত অপকালচার থেকে সবাইকে অবশ্যই বিরত থাকতে হবে।

(আরএআর/এসপি/এপ্রিল ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test