E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় প্রায় ৩০ বিঘা খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

২০২৫ এপ্রিল ০৯ ১৪:২৮:৪২
সাতক্ষীরায় প্রায় ৩০ বিঘা খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুরের ভুমিদস্যু আব্দুস সবুর ও তার ভাই আব্দুর রউফের দখলে থাকা প্রায় ৩০ বিঘা সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। একই সাথে সেখানে থাকা বেশ কিছু অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাক আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের দুটি টিম মঙ্গলবার দিনভর অলীপুরে খাস খতিয়ানভুক্ত উক্ত (মোট ৯.৬৮ একর) জমি উদ্ধার পূর্বক সেখানে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে তারা উক্ত সরকারি খাস জমি অবৈধ ভাবে দখলে রাখেন।

আব্দুস সবুর ও আব্দুর রউফ সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলহাজ্ব আব্দুস সাত্তারের ছেলে।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, আমাদের কাছে তথ্য আসে সাতক্ষীরা জেলায় অনেক খাস জমি দীর্ঘদিন ধরে ভুমি দস্যুদের দখলে রয়েছে। যা রোডস ও পানি উন্নয়ন বোর্ডের জমি।

ইতিমধ্যে এডিসি রেভিনিউকে বলা হয়, এ জেলায় কোথায় খাস জমি রয়েছে এবং সেগুলো কি অবস্থায় রয়েছে তার তালিকা করার জন্য। পাশাপাশি রোডস ও পানিউন্নয়ন বোর্ডকে বলা হয়েছে খাস জমি কোন অবৈধ দখলে আছে কিনা? এরই অংশ হিসেবে সাতক্ষীরার অন্যতম ভুমিদখলকারী আব্দুস সবুর ও তার ভাই আব্দুর রউফ এর কাছ থেকে প্রায় ৩০ বিঘা জমি উদ্ধার করা হয়। যা রোডস ও পানিউন্নয়ন বোর্ডের জায়গা। এসব খাসজমিতে অবৈধভাবে ভরাট করে ট্রাক টার্মিনাল ও স্থাপনা করেছিল। যা ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে। আর এর পাশেই খাস জমিতে জল মহল রয়েছে তারই ভাই আব্দুর রউফের। সেখানে দুই একর খাস জমি আমরা উদ্ধারসহ দখল মুক্ত করেছি। আমরা এভাবে আস্তে আস্তে সাতক্ষীরা জেলার সকল খাসজমি যেগুলো অবৈধভাবে দখলে রয়েছে সেগুলো সব উদ্ধার করবো। আমরা অভিযান শুরু করেছি আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রয়েছেন। তিনি এসময় সবার সহযোগিতা চেয়ে বলেন, সাতক্ষীরার এক খন্ড সরকারি জমি যাতে কোন ভুমি দস্যু ও জবরদখলকারীর হাতে না থাকে। সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

সরকারি খাস জমি উদ্ধার ও উচ্ছেদ অভিযানে এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতিশ কুমার সরকার, আরডিসি পলাশ আহমেদ, সড়ক ও জনপদের নির্বাহি প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পানিউন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী সালাহ উদ্দীন আহেমদসহ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা।

(আরকে/এএস/এপ্রিল ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test