E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহেশপুর সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

২০২৫ এপ্রিল ০৯ ১৩:২৩:৪২
মহেশপুর সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিধান কুমার রায় (১৭) ও শ্রী সুদেব রায় ওরফে রাজারাম নামে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আলী হোসেনের ছেলে সাজু (২৩), কুল বাগান গ্রামের আনোয়ার মোল্লার ছেলে হোসাইন (১৯), মহেশপুরের আলামপুর গ্রামের হামিদুলের ছেলে সামাউল (১৯) ও একই গ্রামের আব্দুল আলীমের ছেলে সিয়াম (১৮) আহত হন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এই নিয়েগত ২৪ ঘন্টায় ঝিনাইদহে চারজন নিহত হলেন।

নিহত বিধান কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মুংলা রায় ও রাজারাম একই গ্রামের বাদল রায়ের ছেলে। তারা জীবননগর থেকে বাড়ি ফিরছিলেন।

প্রত্যাক্ষদর্শী ফতেপুর গ্রামের ফারুক হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের প্রধান সড়কের উপর দুইটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে দুর্ঘটনায় পতিত মটরসাইকলে আরোহী দুই যুবক ঘটনাস্থলেই নিহত ও চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াই’শ বেড হাসপাতালে পাঠানো হয়।

এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

খবর নিশ্চত করে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান,যুবকদের মটরসাইকেলের প্রচন্ড গতি ছিল। দুর্ঘটনার পরপরই একটি ট্রাক তাদের পিষ্ট করলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও চার যুবক গুরুতর আহত হন। নিহত দুইজনের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

প্রসঙ্গত,সোমবার সন্ধ্যার দিকে শৈলকুপার চাঁদপুর নামক স্থানে ট্রাক চাপায় মা রিপা খাতুন ও তার ৭ বছরের ছেলে সোয়াদ নিহত হয়।

(এসই/এএস/এপ্রিল ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test