E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পদত্যাগী আ.লীগ নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রদলকে ধন্যবাদ জানিয়েছে ছাত্রলীগ নেতা 

২০২৫ এপ্রিল ০৮ ১৯:১৩:১৫
পদত্যাগী আ.লীগ নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রদলকে ধন্যবাদ জানিয়েছে ছাত্রলীগ নেতা 

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী ফেসবুকে ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন। এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ছাত্রলীগ নেতা তার ফেসবুক আইডিতে ব্যবসায়ী ও আওয়ামী লীগ থেকে পদত্যাগ করা নেতা সুবাস সাহাকে জড়িয়ে একটি স্ট্যাটাস দেন। 

তার ফেসবুকের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো "বোয়ালমারী উপজেলা আওয়ামিলীগ নেতা সুভাষ (সুবাস) কাকা ৫ই আগষ্ট পরে বিএনপি তে যোগদান করে সোমবার (৭ এপ্রিল) রাতে কেন বোয়ালমারী থানার সামনে মাইর টা খাইলো? আপনি আওয়ামিলীগ এই থাকতেন মাইর খাইতেন কাকা শুধু শুধু বিএনপি তে যেয়েও শেষ রক্ষা হলো না।ছাত্রদল কে ধন্যবাদ সব দলে থাকা বাটপাড় গুলো কে এভাবেই গনধুলাই দিতে হবে।"

৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন বলে আখ্যায়িত করেছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হেভিওয়েট নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। নানা স্থান থেকে তারা দলকে সুসংগঠিত করার জন্য ফেসবুক ও ইউটিউব প্লাটফর্ম বেছে নিচ্ছেন। তবে ৫ আগস্টের পরে এই প্রথম প্রকাশ্যে ফেসবুকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী ছাত্রদলকে ধন্যবাদ জানিয়েছে।

ব্যবসায়ী সুবাস সাহা বলেন, আমি ২০২১ সালে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিয়েছি। বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম আমার বাল্য বন্ধু। আমরা একই সাথে পড়া লেখা করেছি। তাই আমি তার জন্য ধানের শীষ মার্কায় ভোট চেয়ে বেড়াচ্ছি। এজন্য আমাকে একটি পক্ষ হেনস্তা করছে। সোমবার (৭ এপ্রিল) রাতে বোয়ালমারী থানার সামনে থেকে উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু গ্রুপের নবাগত ছাত্রদলের সভাপতি সাদমান বিশ্বাস পাপ্পু ও তার লোকজন আমার উপর হামলা চালায়। আমার গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয়েছে।

বোয়ালমারী সরকারি কলেজে ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি সাদমান বিশ্বাস পাপ্পু বলেন, আওয়ামীলীগ নেতা সুবাস সাহা, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সঞ্জয় সাহা ও যুবদলের সম্রাট হোসেন থানায় ওসির রুমে ঘন্টা ব্যাপী বসেছিল। খবর পেয়ে আমরা সেখানে যাই। পরে তারা বেরিয়ে আসলে বিক্ষুব্ধ ছেলেরা তার উপর হামলা করে গাড়ির গ্লাস ভাঙচুর করেছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, গতকাল রাতে সুবাস সাহা একটি অভিযোগ দিতে থানায় এসেছিলেন। শুনেছি বাহির থেকে বিএনপির একটি পক্ষের লোকজন তার গাড়িতে হামলা চালিয়েছে। এ বিষয়ে তিনি কোন অভিযোগ দায়ের করেননি।

(কেএফ/এসপি/এপ্রিল ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test