E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় সাংবাদিক আমিনুরকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন সমাবেশ

২০২৫ এপ্রিল ০৮ ১৮:৫৭:৩১
সাতক্ষীরায় সাংবাদিক আমিনুরকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন সমাবেশ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : এতিমের সম্পদ আত্মসাৎকারী বিএনপি নেতা পরিচয়দানকারি এসএম নাসির উদ্দিন লিটনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবেদন প্রকাশ করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর বাজারে বিডিএ প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসুচি পালিত হয়।

বিডিএফ প্রেসক্লাবের সভাপতি মো. শাহাদাত হোসেন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ, ডিবিসি টিভির সাতক্ষীরা প্রতিনিধি এম বেল্লাহ হোসেন, দৈনিক বাংলা ট্রিবিউনের সরদার মোঃ আসাদুজ্জামান , ঢাকা টাইমসের হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, গ্রামের কথার কামরুল ইসলাম, মিলন হোসেন, বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ হাকিম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, বিডিএফ প্রেসক্লাবের সহ-সভাপতি জিএম আমিনুল হক, এমএ মাজেদ, মেহেদী হাসান শিমুল, ইমরান হোসেন, ইসমাইল হোসেন, আসাদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান প্রমুখ।

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন লিটন তা প্রয়াত বড় ভাই হেলাল উদ্দিনের এতিম শিশু কন্যা রূহী এবং বিধবা স্ত্রী শাহেদা আনসারী রুহীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি সুকৌশলে আত্মসাৎ করতে একেরপর এক ১৪টি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও তাদেরকে বাড়িছাড়া করে সাত বছর যাবৎ হয়রানি করার ঘটনায় গত ২৩ মার্চ বিডি প্রেসক্লাবে সংবাদ সস্মেলন করেন শাহেদা আনসারী রুহী। সংবাদ সম্মেলনে উল্লেখিত অভিযোগসমূহ ফলাও করে নিজ নিজ পত্রিকারয় পরিবেশন করেন দৈনিক পত্রদূতের জিএম আমিনুল ইসলামসহ কয়েকজন সাংবাদিক। নাসিরউদ্দিনের বিরুদ্ধে শাহেদা আনাসারী রুহির পক্ষে যারা কথা বলেছেন তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় জেলে খাটানোর অভিযোগ রয়েছে। এ সংক্রাস্ত সংবাদ সম্মেলনের প্রতিবেদন পত্রিকায় প্রকাশ পাওয়ায ক্ষুব্ধ হয়ে নাসিরউদ্দিন লিটন সাংবাদিক আমিনুরকে ১৭০ খ- করে মেরে ফেলার হুমকি দেন। আগামি ১৫ দিনের মধ্যে নাসিরউদ্দিন লিটনের বিরুদ্ধে অঅইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তন কর্মসূচি ঘোষনার সিদ্ধান্ত নেন বক্তারা।

(আরকে/এসপি/এপ্রিল ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test