E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালে অভিযানিক দলের ওপর হামলায় আনসার সদস্য আহত, আটক ৫

২০২৫ এপ্রিল ০৮ ১৮:৩৯:৩৪
বরিশালে অভিযানিক দলের ওপর হামলায় আনসার সদস্য আহত, আটক ৫

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর ও গজারিয়া নদীর মিলনস্থলে জাটকা বিরোধী নিয়মিত টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

আজ মঙ্গলবার ভোরে মৎস্য অধিদপ্তর ও আনসার সদস্যদের আভিযানিক দলের ওপর জাটকা পাচারকারীদের হামলায় দুইজন আনসার সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনাটি ঘটেছে বাখরজা, লালবয়া ও মালদ্বীপ চরের মাঝামাঝি স্থানে। হামলায় আহত আনসার সদস্য সাইফুল ইসলাম ও শাহীন ফরাজীকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন, অভিযানে অংশ নেওয়া দলটি একটি ট্রলারকে থামতে ইশারা করেছিল। এসময় ট্রলারের ভিতরে থাকা জাটকা পাচারকারীরা হঠাৎ করে ইট পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। হামলায় সাইফুল ইসলাম ও শাহীন ফরাজী নামের দুইজন আনসার সদস্য আহত হন। তাদের মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সিনিয়র মৎস্য কর্মকর্তা আরও জানিয়েছেন, অভিযানে হামলাকারী পাঁচজনকে আটক করা হয়েছে। এসময় ট্রলারসহ ১৪ ড্রাম (প্রায় ১৪ মন) জাটকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলো-মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া গ্রামের জামাল মাতুব্বর, একই গ্রামের মজনু বিশ্বাস, নাঈম বিশ্বাস, আজিজুল মাতুব্বর ও চরলতা গ্রামের আবুল কালাম বেপারী।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, জাটকা রক্ষায় চলমান নিষেধাজ্ঞা কার্যকর করতে এ অভিযান অব্যাহত থাকবে।

(টিবি/এসপি/এপ্রিল ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test