E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা

২০২৫ এপ্রিল ০৮ ১৮:২৩:১৩
সোনাতলায় ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা

বিকাশ স্বর্নকার, সোনাতলা : পুরা দেশের ন্যায় আগামী বৃহস্পতিবার থেকে বগুড়া সোনাতলা উপজেলায় ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র সুত্রে জানা গেছে ইতিমধ্যেই সকল ধরনের পরিক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, এবার এ উপজেলায় ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

কেন্দ্রগুলো হলো- সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,সোনাতলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা, সরকারি সোনাতলা মডেল স্কুল এন্ড কলেজ, মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, বয়রা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ উচ্চ, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়।

সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গেলে চোখে পড়লো পরিক্ষা উপলক্ষে ব্রেন্সগুলো সাজানো হচ্ছে।

ওই বিদ্যালয়ের চলতি দ্বায়িত্ব প্রাপ্ত শিক্ষক ও কেন্দ্রের হল সুপার আব্দুল হাই জানান, আগামী বৃহস্পতিবার থেকে রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে সোনাতলা-B-৪৪৪নম্বর কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরিক্ষা উপলক্ষে ব্রেন্স সাজানো সহ পরিক্ষার্থীদের আসন নম্বর বসানো ইতিমধ্যেই হয়েছে। সেই সাথে পরিক্ষা সংক্রান্ত সকল ধরনের প্রস্তুতি এ কেন্দ্রে সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম বলেন, চলতি এসএসসি ও সমাপনীর পরীক্ষায় ৩হাজার ৬শ ৭জন পরিক্ষার্থী অংশগ্রহণ করবে। এদিকে পরিক্ষা উপলক্ষে প্রতিটি কেন্দ্রে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে সাতটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

(বিএস/এসপি/এপ্রিল ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test