E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শিশু চুরি সন্দেহে নারী আটক

২০২৫ এপ্রিল ০৮ ১৮:০০:৫৯
শিশু চুরি সন্দেহে নারী আটক

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় চুরি করা কন্যাশিশু সহ এক নারীকে আটক করেছে স্থানীয় জনতা। 

গতকাল সোমবার বিকালে পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই নারী উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে হালিমা আক্তার (২০)। আর কন্যাশিশিটির বয়স দুই মাস। শিশুসহ ওই নারীকে পাংশা থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা।

জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে একটি শিশুসহ একজন নারী ঘোরাঘুরি করছিল। শিশুটি কান্নাকাটি করলে সেলিনা ও পারভীন নামের দুইজন তাকে জিজ্ঞাসা করলে তিনি উল্টাপাল্টা কথা বলতে শুরু করেন। সে সময় স্থানীয়দের সন্দেহ হলে ওই নারীকে পাংশা থানায় নিয়ে আসা হয়।

থানা পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকা কমলাপুর রেল ষ্টেশন সংলগ্ন বস্তি এলাকা থেকে তার স্বামী এনামুল বাচ্চাটি নিয়ে আসছে। পরবর্তীতে তিনি বাচ্চাটি নিয়ে ট্রেনে করে পাংশায় চলে আসেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘স্থানীয়রা শিশুসহ ওই নারীকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। শিশুটির বয়স আনুমানিক দেড় থেকে দুইমাস। তাই আমরা শিশুটিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে দিয়েছি। আটক নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি শিশুটিকে চুরি করে এনেছেন। আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুটির প্রকৃত বাবা-মাকে পাওয়া গেলে তাদের কাছে তুলে দেয়া হবে।’

(একে/এসপি/এপ্রিল ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test