E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুদকের অভিযান

২০২৫ এপ্রিল ০৮ ১৭:৫২:১৪
মাদারীপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে সহকারী শিক্ষকদের পদায়নে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানের সময় অভিযুক্ত জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমানের সাথে দুদক টিমের বাকবিতন্ডা হয়। 

আজ মঙ্গলবার সকালে মাদারীপুর শহরের শকুনি লেকেরপাড়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদারীপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ হয়। এরপর ওই শিক্ষকদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হয়। পদায়ন করতে শিক্ষকদের কাছে থেকে ঘুষ গ্রহণ করেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান। এছাড়াও তার বিরুদ্ধে ঝড়ে পড়া শিক্ষার্থীদের জন্য নির্মিত উপআনুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও শিক্ষা সামগ্রী ক্রয়ের অর্থের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। দুদকের প্রধান কার্যালয়ে এসব অভিযোগের পর সেখানে অভিযান যায় মাদারীপুর দুদকের ৭ সদস্যের একটি টিম। যাচাইবাছাই করা হয় প্রয়োজনীয় সব কাগজপত্র। এ সময় প্রশ্ন করলে রেগে যান অভিযুক্ত জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান। এসময় দুদক টিমের সাথে বাকবিতন্ডায় জড়ান অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান।

দুর্নীতি দমন কমিশন মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত শেষে রিপোর্ট প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এসপি/এপ্রিল ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test