E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে মহাসড়কে পড়ে থাকা অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলেছে

২০২৫ এপ্রিল ০৮ ১৩:৫৮:১৭
ফরিদপুরে মহাসড়কে পড়ে থাকা অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলেছে

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের মধুখালি উপজেলার ব্রাহ্মণকান্দা নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাতনামা যুবকের যে লাশটি উদ্ধার হয়েছিলো তাঁর  পরিচয় মিলেছে সোমবার সন্ধ্যায়। নিহত ওই যুবকের নাম মো. বিপ্লব হোসেন রাজু (২৩)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাংগা থানার বড় পুটিমারি এলাকার মো. আমির হোসেন ও মোছা. রেবেকা বেগমের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের পাশে থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে মধুখালি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসী। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। তারপর থেকে ওই যুবকের লাশের পরিচয় খুঁজতে কাজ করে ফরিদপুর মধুখালি থানা পুলিশ, করিমপুর হাইওয়ে থানা পুলিশ ও এই প্রতিবেদক। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ একাধিক মাধ্যমে গ্রুপে ছবি পোস্ট করলে একাধিক ব্যক্তি যোগাযোগ করেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে সন্ধ্যার দিকে খোঁজ মিলে নিহত ওই যুবকের পরিবারের। সেই সাথে পুলিশ খুঁজে বের করে তাঁর মৃত্যুর রহস্য।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মো. রইচ উদ্দিন নিহতের এসব খবর নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত যুবক রাজু চুয়াডাঙ্গা থেকে সোমবার সকালে বাসায় কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে আসেন। তারপর মধুখালির ব্রাহ্মণকান্দার আসেপাশে এসে নামেন বলে ধারণা করা হচ্ছে। দুপুর সাড়ে ১২ টার দিকে রাস্তা পারাপারের সময় ডিডি- দর্শনা ডিলাক্স নামের একটি গাড়ী রাজুকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবার থেকে জানা গেছে নিহত রাজু'র কিঞ্চিৎ মানসিক সমস্যা ছিলো।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী সোমবার রাত সাড়ে ৮ টার দিকে জানান, ঘাতক বাসটিকে আটক করে হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাংগা থেকে নিহতের পরিবার আসলে আইনি প্রক্রিয়া শেষে তাদের নিকট লাশটি হস্তান্তর করা হবে। সোমবার রাত ৯টার দিকে এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি সালাউদ্দিন।

(আরআর/এএস/এপ্রিল ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test