E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফ'র বাধা

২০২৫ এপ্রিল ০৭ ২২:৫৯:০৬
ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফ'র বাধা

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পাঁকা সড়ক নির্মাণের কাজে বাঁধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (৬ এপ্রিল) রাত ১২ টার দিকে এ বাঁধা দেয়ার ঘটনা ঘটে। পরে বিজিবিকে ডেকে সড়ক নির্মাণ করতে নিষেধ করে বিএসএফ।

স্থানীয়রা জানায়, ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাঠগীর সীমান্ত এলাকায় আজিজ ডাক্তারের বাড়ি থেকে মৃত কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক পাকা করণের কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এরমধ্যে সীমান্ত লাগোয়া কিছু দূর রাস্তা খোড়াখুড়ির সময় বাঁধা প্রদান করে বিএসএফ।

স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী জানান, রবিবার রাতে সড়কটিতে ভেকু দিয়ে খোঁড়া খুড়ির কাজ করছিল ঠিকাদারের লোকজন। এসময় সীমান্তবর্তী এলাকা কাঠগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে মাটি খোড়ার কাজ শুরু করলে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটা থানার বড় গাড়লঝড়া এলকার শালমারা দিগলটারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা এসে কাজে বাঁধা প্রদান করে। পরে বিজিবিকে সড়ক নির্মাণ বন্ধ রাখতে বলে বিএসএফ। এ নিয়ে সোমবার দুপুর ১২টার দিকে কাঠগীর সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক হয়। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি।

এলজিইডির পাকা সড়ক নির্মাণ কাজের ঠিকাদার শাহিন সিকদার জানান, চলতি অর্থ বছরে স্থানীয় সরকার বিভাগের ২ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দে আড়াই কিলোমিটার সড়ক পাকা করণের কাজ চলছে। এ অবস্থায় স্কুলের কাছাকাছি সীমান্তবর্তী আড়াইশ মিটার সড়ক নির্মাণে বিএসএফ বাঁধা প্রদান করেছে। বাকি কাজ চলমান রয়েছে। বিএসএফ-বিজিবি'র মধ্যে আলোচনা হলে বাকি আড়াইশ মিটারের কাজও করা হবে। তবে এ নিয়ে কোন উত্তেজনা নেই।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটলিয়নের মিডিয়া সেলে সাংবাদিকদের জানানো হয়, এ বিষয়ে তেমন গুরুত্তপুর্ণ কিছু নেই। থাকলে পরবর্তীতে জানান হবে।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মাহবুর উল হক এর নাম্বারে ফোন দিলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

(পিএস/এসপি/এপ্রিল ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test