E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন

২০২৫ এপ্রিল ০৭ ২০:০৪:২০
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন

সোহেল সানী, পার্বতীপুর : গাজায় দখলদার ইসরায়েলির চালানো সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন করেছে পার্বতীপুরের এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার ১টায় চারমাথা মোড় পার্বতীপুর কেন্দ্রীয় বাসটর্মিনালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এ্যাফেক স্কুলের ৪ শতাধিক শিক্ষার্থীর সঙ্গে একাত্মতা পোষণ করে বেশ কয়েকজন শিক্ষক অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে ইত্যাদি স্লোগান দেন।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, এ্যাফেক স্কুলের শিক্ষক মেহেদী হাসান বাপ্পি, মোনায়েম প্রামানিক, নাজমুল আলম রিপন ও বেশ কয়েকজন শিক্ষার্থী।

এ্যাফেক স্কুলের শিক্ষার্থীরা বলেন, গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের ওপর যে নৃশংসতা চালানো হচ্ছে, এটি একটি চরম মানবিক ও নৈতিক সংকট। আমরা ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান অমানবিক সহিংসতা, নির্বিচারে হত্যা, বোমাবর্ষণ, রাসায়নিক হামলা, এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

মানববন্ধনে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মো: আরাফাত জামিল বলেন, আমরা গাজার মানুষের, আমাদের ভাইয়ের-বোনের পাশে আছি। এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের পরিচালক মো: আখতারুজ্জামান বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপের অভাব বিশ্বমানবতার জন্য হতাশাব্যঞ্জক। আমরা বিশ্বাস করি, আমাদের ফিলিস্তিনের ভাইয়ের-বোনের এই পবিত্র ভূমির ওপর পরিপূর্ণ অধিকার রয়েছে এবং তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম বৈধ ও ন্যায্য।
(এসএস/এএস/এপ্রিল ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test