E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজায় গণহত্যার প্রতিবাদে জামালপুরে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বিক্ষোভ

২০২৫ এপ্রিল ০৭ ১৯:৪২:৪২
গাজায় গণহত্যার প্রতিবাদে জামালপুরে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বিক্ষোভ

রাজন্য রুহানি, জামালপুর : ফিলিস্তিনের গাজায় নির্মমভাবে গণহত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীর ডাকা হরতালের সমর্থনে এবং শিশুসহ আপামর জনসাধারণকে নির্বিচারে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেছে তারা।

সোমবার (৭ এপ্রিল) সকাল, দুপুর ও বিকেলে শহরে এই বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণহত্যার প্রতিবাদে নানা শ্লোগান দেয় মিছিলে অংশ নেয়া সর্বস্তরের লোকজন। এ সময় ইজরায়েলের পণ্য বয়কট বয়কট শ্লোগানে মুখর করে তোলে পরিবেশ। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নেতারা।

সকাল ১১ টায় শহরে 'বাংলাদেশ' এর ব্যানারে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। দুপুর ১২ টায় 'সম্মিলিত ছাত্র জনতা'র ব্যানারে বকুলতলা মোড় থেকে বের হয় আরেকটি বিক্ষোভ মিছিল। যোহরের নামাজের পর জেলা মডেল মসজিদ থেকে 'হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামালপুর জেলা শাখা'র ব্যানারে একটি বিপক্ষে মিছিল বের হয়। এছাড়া দুপুর ২টায় 'ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামালপুর জেলা শাখা'র ব্যানারে লম্বাগাছ থেকে বের হয় আরেকটি বিক্ষোভ মিছিল এবং বিকেল ৫টায় গেইটপাড় থেকে 'জামায়াতে ইসলামী বাংলাদেশ, জামালপুর জেলা শাখা'র ব্যানারে বের হয় শেষ বিক্ষোভ মিছিল।

অপরদিকে, শহরের কথাকলি মার্কেটের সামনে গাজায় গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেন ব্যবসায়ীরা।

হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামালপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আবুল কাশেমর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতী ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি মুফতী শামসুদ্দীন, সহ-সভাপতি মওলানা মেরাজুর রহমান জামালপুরী, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আলী আকবর, মাওলানা আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

অপরদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামালের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সুরা সদস্য ডা. ইউনুস আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতী সালেহ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক মুফতী মোজাম্মেল হক, প্রচার সম্পাদক মাওলানা মোখলেছুর রহমান, ইসলামী আন্দোলন জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি হামিদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি ময়নাল ইসলাম, সাধারণ সম্পাদক হেকিম শাহ আলম, জেলা যুব আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি হুমায়ূন কবির, সেক্রেটারি মুফতী হামিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানি প্রমুখ।

এদিকে, শহরের কথাকলি মার্কেটের ব্যবসায়ীদের মানববন্ধনে বক্তব্য রাখেন রঞ্জু চৌধুরী, এন আর স্বত্বাধিকারী এমরান সরকার, সাজ্জাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন প্রমুখ।

অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল এর পরিচালনায় বক্তব্য প্রদান করেন জামালপুর জেলা আমির, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মাওলানা আব্দুস সাত্তার, সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, শহর আমীর খন্দকার মুকাদ্দাস আলী, সদর আমীর হাফেজ শরীফুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক সুলতান মাহমুদ, বায়তুলমাল সেক্রেটারি এডভোকেট ছামিউল হক, জেলা প্রচার ও মিডিয়ার সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলাম, শহর সেক্রেটারি মেজবাহুর রহমান কাউসারসহ শহরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

(আরআর/এএস/এপ্রিল ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test