E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে সালথায় বিক্ষোভ মিছিল

২০২৫ এপ্রিল ০৭ ১৮:২৬:২২
ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে সালথায় বিক্ষোভ মিছিল

আবু নাসের হুসাইন, সালথা : স্বাধীনতাকামী মজলুম ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের তাওহীদি জনতা।

সোমবার (৭ এপ্রিল) বিকালে উপজেলা পরিষদ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সালথা প্রেসক্লাবের পাশে বাইপাস সড়কে এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য শাখুল হাদিস আল্লামা আকরাম আলী সাহেবের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, পুরুরা মাদ্রাসার মোহতামিম, মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতী মফিজুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন, উপজেলা ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা নেছার উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী তরিকুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মাওলানা জিনাত আলী প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামা ও হাজার হাজার তাওহীদি জনতা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা ‌ জ্ঞাপন করেন। সেই সাথে বাংলাদেশের সমস্ত ইসরাইলি পণ্য বর্জনের দাবি জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলি বাহিনী ‌ ফিলিস্তিনিদের উপর ‌ হামলা করে নিরীহ ‌ সাধারণ মানুষকে হত্যা করছে। মা- বোনদের উপর ‌অত্যাচার করছে। অথচ জাতিসংঘ ওই ব্যাপারে কোন কার্যকর ভূমিকা নিচ্ছে না।

বক্তারা মুসলমানদের ‌ সমস্ত মত বিরোধ ভুলে ফিলিস্তিনি জনগণের পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি ‌ ওআইসি ‌আরবীদের এ ব্যাপারে ‌গুরুত্বপূর্ণ ভূমিকা নেবার আহবান জানান। একই সাথে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতা নেয়াহুকে ‌ অবিলম্বে ‌ গণহত্যার দায়ে বিচার করার আহ্বান জানান।

বক্তারা বলেন, ‌ আমেরিকার মদদে ‌ ইসরাইল দিনের পর দিন ‌যেভাবে ফিলিস্তিনি জনগণের উপর অত্যাচার করছে, তা মেনে নেওয়া যায় না। ‌ তারা ঈদের দিনেও সাধারণ ফিলিস্তিনিদের উপর‌ ইসরাইল হত্যাকান্ড চালিয়েছে। এর তীব্র নিন্দা জানান তারা ‌। একই সাথে বাংলাদেশের ‌ সমস্ত ইসরাইলি পণ্য বর্জনের দাবি করা হয়।
বক্তারা ফিলিস্তিনি জনগণের সাহায্যের জন্য ‌ অন্তর্বর্তীকালীন সরকারের ‌নিকট দাবী জানান। ‌বক্তব্যে শেষে ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য দোয়া করা হয়।

(এএনএইচ/এএস/এপ্রিল ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test