E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে  মধু আহরণের আনুষ্ঠানিক উদ্বোধন

২০২৫ এপ্রিল ০৭ ১৭:৫২:৩৩
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে  মধু আহরণের আনুষ্ঠানিক উদ্বোধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনি ফরেষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এর উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন।

সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেএম হাসানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানা ভারপ্রপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বণকর্মকর্তা মশিয়ার রহমান প্রমুখ।

বক্তারা বলেন, প্রতি বছরের পহেলা এপ্রিল সুন্দরবনে মধু আহরণ শুরু হলেও রমজান মাসের কারণে সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। পরিবেশ রক্ষায় সুন্দরবনের ভূমিকা অপরিসীম। তাই বনদস্যূ ও চোরা শিকারীদের হাত থেকে সুন্দরবনকে রক্ষা করতে কোস্ট গার্ড, বনবিভাগ, র‌্যাব ও পুলিশ কাজ করে যাচ্ছে। মধু চুরি ও ভেজাল রোধে বনবিভাগ সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মধু সংগ্রহের কাঙ্খিত লক্ষ্যমাত্রা পূরণের জন্য মৌয়ালদের সব ধরণের সহায়তা দেওয়া হয়েছে।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মশিউর রহমান জানান, আজ পর্যন্ত ৮২টি বিএলসির মাধ্যমে মৌয়ালরা সুন্দরবনে প্রবেশ করেছে। এবারের লক্ষ্য মাত্রা দেড় হাজার কুইন্টাল মধু ও ৪০০ কুইন্টাল মোম ধার্য করা হয়েছে।

(আরকে/এএস/এপ্রিল ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test