E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় ভেজাল গুড় তৈরির ফ্যাক্টরিতে অভিযান, উৎপাদিত গুড় বিনষ্ট, কারাদণ্ড প্রদান

২০২৫ এপ্রিল ০৭ ১১:৩৯:০১
পাংশায় ভেজাল গুড় তৈরির ফ্যাক্টরিতে অভিযান, উৎপাদিত গুড় বিনষ্ট, কারাদণ্ড প্রদান

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় দুটি অবৈধ ও ভেজাল গুড় উৎপাদনকারী ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ী এলাকায় কাচারিপাড়া গ্রামের অবস্থিত এ ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধ ও ভেজাল হওয়ায় উৎপাদিত প্রায় ১ হাজার ড্রাম ভর্তি গুড় এবং উৎপাদনে ব্যবহৃত কেমিক্যাল বিনষ্ট করা হয়। একইসাথে এ অপরাধে ফারুক হোসেন নামে একজনকে আটক করে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পাংশা সহকারী কমিশনার (ভূমি) মো: আমিনুল ইসলাম।

আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এই ফ্যাক্টরিতে ভেজাল গুড় উৎপাদন হয়ে আসছিল। মোবাইল কোর্টের মাধ্যমে ভেজাল গুড় ও তাতে ব্যবহৃত কেমিক্যাল বিনষ্ট করা হয়েছে। সাথে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অন্যায় কাজ বরদাস্ত করা হবে না। প্রশাসন সবসময় এসব দিকে নজর রাখবে।

(একে/এএস/এপ্রিল ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

Website Security Test