E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধামরাইয়ে ছেলের সামনে মাকে পিটিয়ে হত্যা, পিতা-পুত্র গ্রেপ্তার

২০২৫ এপ্রিল ০৬ ২২:০০:১৯
ধামরাইয়ে ছেলের সামনে মাকে পিটিয়ে হত্যা, পিতা-পুত্র গ্রেপ্তার

দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের সামনে মা সৈয়দা শিরিন বেগমকে (৫০) পিটিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ভোরে গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হচ্ছে- ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের দ্বিতীয় মহিশাষী গ্রামের সেলিম সিকদার (২০) ও তার বাবা কামরুল সিকদার (৪৫)।

নিহত সৈয়দা শিরিন বেগম ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের দ্বিতীয় মহিশাষী গ্রামের আবুল কাশেমের স্ত্রী।পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ২৮ মার্চ আবুল কাশেমের কলেজপড়ুয়া ছেলে সিয়াম হোসেন স্থানীয় জামে মসজিদে জুমার নামজ আদায় করতে যান। এসময় পায়ে পারা লাগাকে কেন্দ্র করে সিয়ামের সঙ্গে একই এলাকার সাগর হোসেনের ছেলে জুলহাস, কামরুল সিকদারের ছেলে সেলিম সিকদারসহ আরও কয়েকজনের কথাকাটাকাটি হয়। এরপর নামজ শেষে সেলিম সিকদার, জুলহাসসহ ৬-৭ জন লাঠিসোটা নিয়ে সিয়ামের ওপর হামলা করে। এসময় ছেলে সিয়ামকে বাচাঁতে তার মা সৈয়দা শিরিন বেগম এগিয়ে গেলে তাকেও এলোপাথাড়িভাবে মারধর করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন শিরিন বেগম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্ত করালেও ওইসময় নিহতের পরিবার থেকে মামলা করেনি। পরে বৃহস্পতিবার রাতে নিহতের স্বামী আবুল কাশেম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা করেন।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মামলা করার পরই পুলিশ বৃহস্পতিবার রাতভর গাজীপুর জেলায় অভিযান চালিয়ে শুক্রবার ভোরে মামলার আসামি সেলিম সিকদার ও তার বাবা কামরুল সিকদারকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের সাতদিনের রিমান্ড চেয়ে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।

(ডিসিপি/এএস/এপ্রিল ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test