E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নগরকান্দায় চোরের হাতে প্রাণ গেল প্রবাসী স্বামীর

২০২৫ এপ্রিল ০৫ ১৮:৪৮:৫৬
নগরকান্দায় চোরের হাতে প্রাণ গেল প্রবাসী স্বামীর

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দায় নববধূর সামনে চোরের হাতে প্রাণ হারিয়েছেন এক প্রবাসী।

শুক্রবার গভীর রাতে উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে চোরেরা পালিয়ে যায়।

নিহত জামাল মাতুব্বর (৫৫) ওই গ্রামের হাতেম মাতূব্বরের এর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জামাল মাতুব্বর প্রায় ৩০ বছর ধরে মালয়েশিয়ায় ছিলেন। ঈদ উপলক্ষে গত এক মাস আগে তিনি দেশে আসেন এবং বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাতে চুরি করার উদ্দেশ্যে একদল সংঘবদ্ধ চোর ঘরের দরজার লক কেটে ঢুকে পড়ে। তারা লোহার রড দিয়ে জামালের গোপনাঙ্গে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোর চক্রের সদস্যরা ঘরে ঢুকে সম্ভবত তাদের চিনে ফেলায় এ ঘটনা ঘটেছে। এখনও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

(পিবি/এসপি/এপ্রিল ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test