E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কর্মস্থলগামী যাত্রীদের দুর্ভোগ

বরিশালে সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাড়তি ভাড়ার অভিযোগ

২০২৫ এপ্রিল ০৫ ১৮:৩৯:০৩
বরিশালে সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাড়তি ভাড়ার অভিযোগ

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢলে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালসহ দুরপাল্লার পরিবহনের জেলার প্রতিটি কাউন্টারে উপচে পড়া ভিড় বেড়েই চলেছে। গত দুইদিনে ভোর থেকেই হাজারো যাত্রী বাসের টিকিটের জন্য নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে লাইনে দাঁড়াচ্ছেন। এই সুযোগে এক শ্রেনীর অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্যে ভাড়া নৈরাজ্যের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে।

ইতোমধ্যে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটগণ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একাধিক টিকিট কাউন্টারের মালিককে মোটা অংকের টাকা জরিমানা করেও সিন্ডিকেট ব্যবসায়ীদের দমাতে পারেননি।

আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাস টার্মিনাল ও দুরপাল্লার জেলার বিভিন্ন কাউন্টারগুলোতে অপেক্ষমান যাত্রীদের অভিযোগে জানা গেছে, ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ফেরার জন্য পূর্বের নির্ধারিত ভাড়ার চেয়ে এখন দুই থেকে তিনশ’ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বিশেষ করে ইলিশ পরিবহন নামের একটি বেসরকারি বাস সার্ভিসের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ঘটনায় যাত্রীরা চরম ক্ষুব্ধ হয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে নথুল্লাবাদ বাস টার্মিনালের ইলিশ কাউন্টারে গেলে ক্যামেরা দেখে কাউন্টার ম্যানেজার দৌঁড়ে পালিয়ে যায়।

যাত্রীদের অভিযোগে জানা গেছে, বাস শ্রমিকরা বলছেন সিট নেই, দ্রুত গেলে বেশি ভাড়া দিলে সিট পাওয়া যাবে। এভাবে সাধারণ যাত্রীদের সাথে প্রতারনা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। অসংখ্য ভুক্তভোগী যাত্রীদের অভিযোগে জানা গেছে, সরকারি পরিবহন সংস্থা বিআরটিসিতেও চলছে একই সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, বরিশালের বিআরটিসি ডিপোর হাফিজ ও কামাল নামের দুই চালকের নেতৃত্বে গঠিত একটি সিন্ডিকেট কৌশলে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।

সূত্রমতে, বরিশাল থেকে ঢাকা পর্যন্ত সরকার নির্ধারিত ভাড়া সাতশ’ টাকা হলেও ডিপোর বাহিরে রাখা বিআরটিসি বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে নয়শ’ থেকে এক হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এ ধরনের সিন্ডিকেট চক্র ডিপোর ভিতরে মাত্র ২/৩টি সিট বরাদ্দ রেখে বাকি যাত্রীদের বাইরে পাঠিয়ে জিম্মি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। এছাড়াও জেলার রহমতপুর থেকে গৌরনদী পর্যন্ত পথজুড়ে থাকা বিআরটিসি’র কাউন্টারগুলো নামেমাত্র সিট বরাদ্দ রেখে বাকিটা অতিরিক্তমূল্যে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সূত্রে আরও জানা গেছে, ঈদের পর প্রতিদিন গড়ে ২০টি ট্রিপ চালাচ্ছে বিআরটিসি। অথচ প্রতিটি কাউন্টারে পুরো ট্রিপ মিলিয়ে পাঁচ থেকে ছয়টি সিট বরাদ্দ রাখা হচ্ছে। এতে কাউন্টার মালিকরাও চরমভাবে ক্ষুব্ধ হয়েছেন।

এ বিষয়ে পরিবহন মালিক সমিতি ও বিআরটিসি কর্তৃপক্ষের কঠোর নজরদারি এবং জবাবদিহিতা নিশ্চিত না হলে সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত ওই সিন্ডিকেট চক্রের হাতে জিম্মি হয়ে পড়ার আশঙ্কা করছেন সুশীল সমাজের নেতৃবৃন্দরা।

অপরদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের বাস কাউন্টারগুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে বরিশাল বিআরটিএ ও জেলা প্রশাসন। ঈদকে ঘিরে যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলোর কাউন্টার মালিকরা অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় তিনটি টিকিট কাউন্টারের মালিককে নগদ অর্থ জরিমানা করেছেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়। এছাড়াও জেলা প্রশাসকের নির্দেশে ঈদযাত্রা নির্বিঘœ করতে বরিশালের প্রবেশদ্বার গৌরনদী উপজেলার মহাসড়কে বিভিন্ন পরিবহনে অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আবু আবদুল্লাহ খান।

(টিবি/এসপি/এপ্রিল ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

Website Security Test