E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জনতার উদ্দেশ্যে তানভীর

‘টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না’

২০২৫ এপ্রিল ০৫ ১৭:৫২:০০
‘টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না’

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীর বলেছেন, টাকার বিনিময়ে মূল্যবান ভোট বিক্রি করবেন না। ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। যদি কখনো আবার ওই রকম ফ্যাসিবাদি শক্তি মাথাচারা দিয়ে ওঠে এ দেশের ভবিষ্যৎ বিপন্ন হবে। আগামীর বাংলাদেশ হবে নেতাদের নয় জনগণের বাংলাদেশ, গণ-মানুষের বাংলাদেশ। যে ব্যক্তি নিজের উন্নয়ন নয়, জনগণের উন্নয়নের কথা ভাববে বা চিন্তা করবে তাকেই সবাই নেতা হিসেবে মানবো। আপনারা জানেন ফ্যাসিবাদীকে বিদায় করতে গিয়ে কত মায়ের বুক খালি হয়েছে। 

তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে আরো বলেন বগুড়া জেলাকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে চাই তবে এ কাজে আপনাদের সহযোগিতা লাগবে, আপনারা সহযোগিতা করবেন তো? এ সময় উপস্থিত জনতা হাত উঠিয়ে তানভীরকে সমর্থন করেন।

তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, প্রতিটি জায়গায় একটি করে অভিযোগ বক্স থাকবে। যেখানে আপনারা আপনাদের সমস্যার বিষয়গুলো নাম ঠিকানা সহকারে ওই বক্সে ফেলবেন। আমরা অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।

গত বুধবার বেলা ১২টায় মহেশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও বিকেল ৫টায় পাকুল্যা ইউপি পরিষদ চত্বরে দুই ইউনিয়নের জনসাধারণের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি বিতরণ কালে উপরোক্ত কথা বলেন তিনি।

এসময় পূর্বতেকানি গ্রামের কাটু মিয়া ব্যাপারীর ছেলে শিপন বেপারী, পশ্চিম তেকানি গ্রামের লাল মিয়া ছেলে সাইফুল‌ ইসলাম, তেকানী গ্রামের রফিকুল ইসলাম এর স্ত্রী হেলেনা বেগম, খাবুলিয়া গ্রামের মৃত্যু রহমানের স্ত্রী খুকি বেওয়া ঈদ উপহার পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে বলেন ইতিপূর্বে এভাবে কেউ ঈদের আগে বা পরে উপহার সামগ্রী নিয়ে এলাকায় আসেনি।

এসময় উপস্থিত ছিলেন তানভীর এর বাবা আবুল কালাম আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও তার চাচা হাসান আকন্দ, জাতীয় নাগরিক পার্টি বগুড়া জেলা আহ্বায়ক মাহমুদুল ইসলাম, কমিটির যুগ্ম সদস্য সচিব নুর মোঃ জুবায়ের, জেলা সংগঠক পিন্টু তালুকদার, সোনাতলা উপজেলা সংগঠক রকি ইসলাম, নাইম আহম্মেদ, শান্ত ইসলাম, আলি, স্বাধীন রহমান, আলীম, পরশ, ইমরান, বাপ্পী প্রমুখ।

(বিএস/এসপি/এপ্রিল ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test